পুব থেকে পশ্চিম, হোলিতে রঙের সঙ্গে ভাঙ মাস্ট। রঙের মৌতাতে এটি না-হলে হোলি যেন ঠিক জমেও জমে না। কিন্তু ভাঙ তো শিবঠাকুরের ফেভারিট; রাধাকৃষ্ণের মোচ্ছবে এসে ভিড়ল কেমন করে? এর উত্তর আছে পুরাণে।
পুরাণের যুগে হোলি ছিল নেহাতই নতুন বছর শুরুর এক উৎসব। কারণ, তখন বছর শুরু হত ফাল্গুন মাসের এই দিনটিতে। সেসময় 'হোলি' নামকরণও হয়নি এ উৎসবের। হয়েছিল পরে হোলিকা রাক্ষসীর নাম থেকে। বছরের প্রথম দিন যে-মানুষ নরমাল বিহেভ করবে তাকে বিনাবাধায় ধরে খাবার বর পেয়েছিল সে। কিন্তু শিব মানুষকে তার হাত থেকে বাঁচাতে তাদের এদিন মাতাল করে দিলেন। ফলে রাক্ষসী আর কাউকে খেতে পারল না। সেই থেকে এই দিনটিতে শিবের অনুগ্রহের কথা মাথায় রেখে মানুষ এদিনে মত্ত হওয়ার জন্য বেছে নিল শিবের প্রিয় ভাঙ। সেই রিচুয়াল আজও সমানে চলছে।