মাছরাঙা পাখির নাম সকলেরই জানা কিন্তু মাছরাঙা নামে যে একটি গোটা দ্বীপ আছে তাও আমাদের রাজ্যের বর্ডারে তা কি জানা ছিল? হ্যাঁ, ইছামতি নদী ও ভাসা নদীর ঠিক মধ্যবর্তী স্থানে অবস্থিত এই মাছরাঙা দ্বীপ|এই দ্বীপটির একদিকে পড়ছে ভারত তো অন্যদিকে বাংলাদেশ|প্রকৃতির কোলে সম্পূর্ণ একটি দিন কাটানোর জন্য সবচেয়ে উপযুক্ত জায়গা হল এটি| এই সম্পূর্ণ দ্বীপটির উপর তাদের স্নেহের পরশ ঢেলে দিয়েছে সারি বাঁধা বৃক্ষরাশি| প্রকৃতিপ্রেমী এবং পাখিপ্রেমীদেরজন্য উপযুক্ত জায়গা মাছরাঙা দ্বীপ|
কি ভাবছেন? কি করবেন সেখানে গিয়ে? বা কি কি দেখার জিনিস আছে সেখানে? তাহলে শুনুন, প্রথমেই বলেছি এই জায়গাটি প্রকৃতিপ্রেমী ও পাখিপ্রেমীদের জন্য একটি আদর্শ জায়গা| আপনি যদি প্রকৃতিপ্রেমী হয়ে থাকেন, তাহলে সেই জায়গার মনোরম দৃশ্য দেখে আপনার মন ভরবেই| আপনি যদি পাখিপ্রেমী হন তাহলে এই স্থানে বসবাস করা নানা প্রজাতির চেনা অচেনা পাখি জয় করবে আপনার মন|নরম ঘাসের উপর দিয়ে হাঁটার সুযোগ সবসময় হয় না তাই আপনি যদি শিশিরভেজা নরম ঘাসের উপর পা রাখার অনুভুতি নিজে উপলব্ধি করতে চান তাহলে এই জায়গাটি আপনার জন্য আদর্শ বলে প্রমানিত হতে পারে| প্রতিদিন সূর্যাস্তের সময়ে ইছামতি নদীর কোলে ধীরে-ধীরে ঢলে পড়া সূর্যের শেষ আলো এক মায়াবী সৌন্দর্যের সৃষ্টি করে থাকে|
এই দ্বীপটির নাম মাছরাঙা হলেও এই দ্বীপটিতে এলে আপনাকে শুধুই মাছরাঙা দেখেই ফিরে যেতে হবে না| এর সাথে সাথে আরও নানা প্রজাতির পাখি আপনি দেখতে পাবেন যেমন, টিকেলস থ্রাস, লেসার স্যান্ড, কেনটিশ প্লভার্স, লিটলটার্নস প্রভৃতি|
এই অঞ্চলে থাকা খাওয়ার কোনো সমস্যা নেই| পর্যটনকেন্দ্র হওয়ার সুবাদে এই অঞ্চলে গড়ে উঠেছে হোটেল| এছাড়াও পঞ্চায়েত সমিতির অতিথিশালায় সেখানকার পর্যটকদের থাকা খাওয়ার বন্দোবস্ত থাকে খুবই ভালো|
আপনি যদি প্রকৃতিপ্রেমী নাও হন তবু আপনার সেই এলাকায় গিয়ে ভালো লাগবে| কারণ এই অঞ্চলটি বিশেষত পিকনিক স্পট বলেই অধিক পরিচিত| তাই বন্ধুদের নিয়ে আনন্দে কাটানোর জন্য সেরা জায়গা এটি| এছাড়া এখানে রয়েছে নদীতে বোটিং ও সুইমিং এর সুবিধা| সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য্য প্রত্যক্ষ করার এর থেকে ভালো সুযোগ আর হতে পারে না| নদীপথে বোটিং এর সাহায্যেই আপনি কাছাকাছি এলাকা তথা টাকি ও সুন্দরবন এলাকায় ভ্রমন করতে পারবেন|
তাই পিকনিক করার মুড থাকুক বা একদিন প্রকৃতির কাছাকাছি থাকার ইচ্ছা এই জায়গাটি আপনার জন্য সেরা বলে প্রমানিত হতেই পারে|হাসনাবাদ থেকে খুব সহজেই পৌঁছানো যায় এই দ্বীপটিতে|কলকাতা থেকে যেতে চাইলে আপনি হয় ধর্মতলা থেকে হাসনাবাদগামী বসে উঠবেন নাহলে শিয়ালদা থেকে হাসনাবাদগামী ট্রেনে উঠবেন| হাসনাবাদে নেমে ভ্যানে করে প্রথমে ফেরিডক ও সেখান থেকে নৌকায় মাছরাঙাদ্বীপ|