KIFF 2024: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কোন সিনেমা কী পুরস্কার পেল?

সদ্য অনুষ্ঠিত হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। দেশ বিদেশের নানা কালজয়ী সিনেমাকে সম্মান প্রদান ও পুরস্কৃত করা হয় এই উৎসবে।

এই অনুষ্ঠানের শেষদিনে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, সোহম চক্রবর্তী, পাওলি দাম, ঋতাভরী চক্রবর্তী, ফিল্ম ফেস্টিভালের চেয়ারম্যান গৌতম ঘোষ এবং বিদেশি অতিথিরা। সঞ্চালনার দায়িত্ব সামলেছেন অর্জুন চক্রবর্তী। অনুষ্ঠানের শুরুতে নৃত্য পরিবেশন করেন ডোনা গঙ্গোপাধ্যায়।

শেষ দিন বিখ্যাত পরিচালক তপন সিনহাকে নিয়ে এক সেমিনারের আয়োজনও করা হয়েছিল। চলচ্চিত্র উৎসবে দেখানো হয় তাঁর একাধিক কালজয়ী ছবি। বিখ্যাত পরিচালককে নিয়ে আলোচনা অংশগ্রহণ করেন মুনমুন সেন, মাধবী মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, দেবিকা মুখোপাধ্যায়, দীপঙ্কর দে, লাবনী সরকার-সহ বহু চলচ্চিত্র শিল্পীরা।

পুরস্কারঃ
১। গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ড (সেরা চলচ্চিত্র)- 'তারিকা' (বুলগেরিয়া) (৫১ লক্ষ টাকা ও সার্টিফিকেট)
২। গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ড (ডকুমেন্টারি)- 'ভবোতোষের করখানা' (৩ লাখ টাকা ও সার্টিফিকেট)
৩। গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ড (সেরা শর্ট ফিল্ম)- 'গুলর কে ফুল' (হিন্দি)
৫। বিশেষ জুরি পুরস্কারে ভূষিত মালয়ালম ছবি- ‘মেলভিলাসম’
৬। নেটপ্যাকে (NETPAC) পুরষ্কারে ভূষিত সেরা ছবি- 'পুতুলনামা' (বাংলা), পরিচালক- রণজিৎ রায়
বিশেষ জুরি- 'মোত্‍জার্ট' (বাংলা)

ভারতীয় ভাষার সেরা চলচ্চিত্রঃ
১। জুরি মেনশন- নুক্কড় নাটক (হিন্দি),পরিচালক- তন্ময় শেখর
২। হীরালাল সেন স্মৃতি পুরস্কার শ্রেষ্ঠ পরিচালক- আর্য চন্দ্র প্রকাশ (চলচ্চিত্র-আজুর, ভাষা-বাজিকা), পুরস্কারের অর্থ ৫ লাখ টাকা।
৩। হীরালাল সেন স্মৃতি পুরস্কার শ্রেষ্ঠ চলচ্চিত্র- লাচ্চি (ভাষা-কন্নড়) ১০ লাখ টাকা পুরস্কার।

আন্তর্জাতিক বিভাগের চলচ্চিত্রঃ
১। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম ক্রিটিকস পুরস্কার (FIPRESCI) (চলচ্চিত্র)- তারিকা, বুলগেরিয়া
২। সেরা চলচ্চিত্র- ডেডম্যান সুইচ (মেক্সিকো)
৩। সেরা পরিচালক- আনা এনডোরা (পানামা) ২১ লক্ষ টাকা

এটা শেয়ার করতে পারো

...

Loading...