বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এবার দোরগোড়ায়। দরজায় কড়া নাড়ছেন স্বয়ং মা দূর্গা। আর মাকে গ্রহণ করতে প্রস্তুতি একেবারে তুঙ্গে উঠেছে গোটা বাংলা তথা বিশ্বে। পৃথিবীর অন্যতম সেরা কার্নিভালের শেষ মুহূর্তের প্রস্তুতিতে লেগে পড়েছে অসংখ্য ক্লাব থেকে শুরু করে পুজো কমিটি। আর বাদ যায়নি খিদিরপুর যুবগোষ্ঠী ক্লাবও।
'জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯'-এর পুজোর আড্ডায় জিয়ো বাংলার স্টুডিওতে উপস্থিত ছিল খিদিরপুর যুবগোষ্ঠী। সঞ্চালক ইকেবানার সাথে পুজোর আড্ডায় মেতে উঠেছিলেন ক্লাবের সম্পাদক সোমনাথ গায়েন, মহিলা সদস্যা অনন্যা মুখার্জি এবং ক্লাবের উপদেষ্টা বরুণ মুখোপাধ্যায়।
এই বছর খিদিরপুর যুবগোষ্ঠীর পুজো ৫৮তম বর্ষে পা দিতে চলেছে। এই ক্লাবের পুজোর বিশেষত্ব হল এখানে মা দুর্গার নবদুর্গার রূপকে পুজো করা হয়ে থাকে। যেরকম ভাবে অবাঙালিদের নবরাত্রি পালন করা হয়, সেরকমই খিদিরপুর যুবগোষ্ঠী এই নবদুর্গার পুজো করে থাকে।
এবছর মহালয়াতে উদ্বোধন হল তাদের পুজোর। আর অষ্টমী ও নবমী জুড়ে ভোগের ব্যবস্থা করে থাকে তারা। তাই আসতেই হবে খিদিরপুর যুবগোষ্ঠী ক্লাবে। কলকাতার বুকে এক অন্যরকম পুজো দেখতে হাজির হতেই হবে এখানে।