খিদিপুর বিজয়ী সংঘ | জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯

১৯৪৭ সালে শুরু হয় তাদের পুজোর পথচলা। দেখতে দেখতে পেরিয়ে গেছে অনেকগুলি বছর, কিন্তু এত বছরের পথচলায় তারা বরাবর সাবেকি পুজোই করে এসেছেন। এইবছরও তার কোনও ব্যাতিক্রম হয় নি। 

জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯ অনুষ্ঠান উপলক্ষে আমাদের স্টুডিও-এ উপস্থিত ছিলেন খিদিপুর বিজয়ী সংঘের সদস্যবৃন্দ। উপস্থিত ছিলেন পূজা কমিটির দুই সদস্য সুব্রত সিংহ রায় ও প্রণব দিন্দা। সঞ্চালক রীয়ার সাথে আমরাও জেনে নিলাম তাদের পুজোর অজানা কথা। এইবছর ৭৩তম বর্ষে পদার্পন করল তারা। কিন্তু আজও প্রতিমা শিল্পীর দেবব্রত পালের তৈরী  মায়ের মৃণময়ী রূপকেই বেশী প্রাধান্য দিয়ে এসেছেন তারা। আর মায়ের রূপকে আরও ফুটিয়ে তুলতে বিশেষ বিশেষ আলোর ব্যবহারও করা হয়েছে। চতূথীর দিন উদ্বোধনের মধ্যে দিয়ে শুব সূচনা  হবে তাদের ২০১৯ শারদোৎসব-এর। নবমীর দিন পল্লীবাসী সহ সকল দর্শনার্থীদের জন্য থাকবে মহাভোজের আয়ওজন।

৭৩ বছর পুরোনো সাবেকি পুজো দেখতে পুজোর চারটি দিন ভিড় করে বহু মানুষ, আর রাত বাড়ার সাথে বাড়ে দর্শনার্থীদের সমাগম।  দমদম বা কবি সুভাষ গামী যে কোনও মেট্রো-এ উঠে নামতে হবে রবীন্দ্র সদন, সেখান থেকে খিদিরপুর গামী যে কোনও বাসে উঠে খিদিরপুর বাজারের নিকট অবস্থিত এই পূজা মন্ডপ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...