আন্তর্জাতিক দরবারে ছবি 'কিয়া অ্যান্ড কসমস'

পরিচালক সুদীপ্ত রায়ের প্রথম ছবি 'কিয়া অ্যান্ড কসমস' পৌঁছাল আন্তর্জাতিক দরবারে।'অন্দরকাহিনী', 'পিউপা' সাথে আন্তর্জাতিক দুয়ারে  'কিয়া অ্যান্ড কসমস'।ছবিটিতে  মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন স্বস্তিকা মুখার্জিজয় সেনগুপ্ত।জানা গেছে,কান ফিল্ম ফেস্টিভালের পর 'কিয়া অ্যান্ড কসমস' ছবিটি অংশ নিতে চলেছে বার্সেলোনার এশিয়ান ফিল্ম ফেস্টিভালে অন্যদিকে ছবিটি  মিলান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে  মনোনয়ন পেয়েছে।সেরা সাউন্ড ডিজাইন, সেরা বিদেশি ছবির এডিটিং, সেরা বিদেশি ছবির সিনেমাটোগ্রাফিবিদেশি ফিচার ফিল্মের সেরা পরিচালক এই চারটি বিভাগে মনোনয়ন পেয়েছে ছবিটি।

 

ছবিটির প্রেক্ষাপট হল, কিয়া নামের একটি ১৫ বছরের মেয়েকে নিয়ে। আর পাঁচটি মেয়ের মতো সুস্থ ও স্বাভাবিক নয় সে।পারভেসিভ ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার রোগে আক্রান্ত। রোগটির কারণে মানসিক বিকাশ আরও পাঁচ বছর পিছিয়ে তার। ক্লাস সিক্সে পড়া মেয়েটির বাবা তাকে এবং তার মাকে ছেড়ে বছর তিনেক আগে চলে গেছে কালিম্পঙে। তার বাবা চলে যাওয়ার কথা  কিয়ার মা তাকে জানতে দেয় না।কিয়া জানে তার বাবা মারা গেছেন।এরই মধ্যে  কিয়ার পাশের বাড়ির বিড়াল কসমস খুন হয়।ছোট্ট কিয়া তার নিজের মতো করে কসমসের মৃত্যু রহস্যের তদন্ত করতে মরিয়া হয়ে ওঠে। আর এই তদন্তকে ঘিরে নিজের চিন্তাভাবনাকে ডায়েরির পাতায় লিখে রাখে সে। মেয়ের কাণ্ডকারখানা দেখে ডায়েরিটি সরিয়ে ফেলে কিয়ার মা দিয়া।ইতিমধ্যে হঠাৎই কিয়া জানতে পারে, তার বাবা এখনও জীবিত। বাবার খোঁজ করতে সে একাই, কলকাতা ছেড়ে কালিম্পঙের উদ্দেশে রওনা হয়। এরই মাঝে ঘটে যায়  অনেক ঘটনা। সব রহস্যের সমাধান করবে ১৫বছরের কিয়া

এটা শেয়ার করতে পারো

...

Loading...