উদযাপিত হল ভবানীপুর ৭৫ পল্লীর খুঁটি পুজো

কলকাতার বিশিষ্ট পুজোগুলির মধ্যে অন্যতম হল ভবানীপুর ৭৫ পল্লীর দুর্গাপূজো| এ বছর তাদের পুজো ৫৪তম বর্ষে পদার্পণ করল যার সূচনায় রবিবার ২৯জুলাই উদযাপিত হল ভবানীপুর ৭৫ পল্লীর খুঁটিপুজো| এই উপলক্ষে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট নাগরিক| তবে মূল অনুষ্ঠানের সূচনা করেন মেয়র পারিষদ দেবাশীষ কুমার| অতিথি বরণে ছিল অভিনবত্ব, সব পুজোতে যেমন উত্তরীয় দিয়ে বরণ করা হয়, এখানে এদিন অতিথি বরণ করা হলো পাগড়ি পরিয়ে|| ভবানীপুরের ৭৫ পল্লী বরাবর-ই তাদের মন্ডপ সজ্জা, প্রতিমা, আলোতে অভিনবত্বের জন্য বিখ্যাত| এবারেও যে তার অন্যথা হবেনা তা অতিথি বরনেই বোঝা গেল| এদিন খুঁটি পুজো উপলক্ষ্যে ভবানীপুর প্রতিভা ও কল্যাণ সংঘের উদ্যোগে ছিল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন, যা এখানকার বিভিন্ন সমাজসেবামূলক কাজের প্রতিফলন হিসেবেই গন্য করা যায়|

KhutiPujo-celebrates-at-Bhowanipur-75-Pally-2

এটা শেয়ার করতে পারো

...

Loading...