দক্ষিণ কলকাতার পুজোগুলোর মধ্যে অন্যতম বিখ্যাত পুজো হলো সিংহী পার্ক সার্বজনীন দুর্গাপুজা কমিটি। সিংহী পার্ক সর্বজনীন দুর্গাপুজো কমিটি যে আগমনীর শঙ্খধ্বনি ছড়িয়ে দিয়েছিল বহুদিন আগে, কালের যাত্রা পথে, এই শরতে তা৭৭-র তম বর্ষে পারা খলো। গত রবিবার ১৯শে আগস্ট সিংহী পার্ক সার্বজনীন এর খুঁটি পুজো হয়ে গেলো | এই খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক ও রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়, এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্টও সুধীজনেরা।
এই বছর সিংহী পার্কের নিবেদন "মেহসানা" জেলার "মোধেরা" গ্রামের এক সুপ্রাচীন সূর্য মন্দির।বিগত দিনের মতো এইবছরও আমাদের মণ্ডপ সজ্জায় থাকছে "রাধাকৃষ্ণ ডেকরেটর্স" (কাঁথি) ও মন্ডপের ভাবনা ও সৃজনে থাকবেন শ্রী মিঠুন দত্ত।আমাদের এবারও প্রতিমা শিল্পী প্রসিদ্ধ ভাস্কর প্রদীপ রুদ্রপাল।