পুজোর বাদ্যি বেজে উঠেছে। বছর কয়েক আগেও মানুষ ষষ্ঠীর দিনেও নতুন জামা গায়ে চড়াতেন না। আর আজ চতুর্থী থেকেই মানুষের ঢল নামে পুজো প্যাণ্ডেলে। তার উপরে এখন এই উৎসাহে বাড়তি রঙ চড়িয়েছে ‘খুঁটি পুজো’। বাংলা বছরের পয়লা দিনেই খুঁটি পুজো সেরে নেয় দুর্গোৎসব কমিটি গুলি। অন্যথা হয়নি এবারেও। সেই সব পুজো কমিটিগুলিরই অন্যতম একটি ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন। এই বছর ৪৯ তম বর্ষে পদার্পণ করতে চলেছে এই পুজো। পয়লা দিনে খুঁটি পুজোতে হাজির ছিলেন বহু মৃৎশিল্পী। সনাতন নিন্দা, ভবতোষ সুতার, পার্থ দাশগুপ্ত সহ আরও অনেকে।
এবারের থিম সম্বন্ধে মুখ খুললেন না সংগঠনের সম্পাদক অজয় মজুমদার। পুরোটাই চমক হিসেবে রাখতে চান তিনি। এবারের মণ্ডপসজ্জা এবং প্রতিমা দুই দিকের দায়িত্বই সামলাবেন পার্থ দাশগুপ্ত।