নাট্যকার ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ

কথায় বলে একটা নাটকে একজন অভিনেতা যদি হয় তার শরীর তাহলে নাট্যকার হবেন আত্মা। একটা নাটক মঞ্চস্থ করায় একজন নাট্যকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।এমনই এক নাট্যকার হলেন ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ। ১৮৬৩ সালের ১২ এপ্রিল পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার খড়দহে জন্ম গ্রহণ করেন ক্ষীরপ্রসাদ বিদ্যাবিনোদ। ১৮৮১ সালে ব্যারাকপুর গর্ভমেন্ট স্কুল থেকে তিনি এন্ট্রান্স পরীক্ষা দেন। এরপর  ১৮৮৮ সালে মেট্রোপলিটন ইনস্টিটিউট থেকে রসায়নে বি এ। ১৮৮৯ সালে প্রেসিডেন্সি কলেজ থেকে রসায়ন বিষয়ে এম এ করেন। এবং এরপর তিনি বেশ কিছু দিন অ্যাসেমব্লিজ ইনস্টিটিউশনে অধ্যাপনা করেনছোটবেলা থেকেই ক্ষীরপ্রসাদ সাহিত্যের প্রতি আকৃষ্ট ছিলেন। এই সাহিত্যের প্রতি ভালোবাসা থেকেই তিনি নাটক লেখার প্রেরণা পান

অবশেষে অধ্যাপনার চাকরি ছেড়ে দিয়ে নাট্যরচনার দিকেই মনোনিবেশ করেন। তিনি তাঁর নাটক রচনার মধ্যে ইউরোপীয় নাট্যধারা ও পুরানো নাট্যধারার মাঝামাঝি একটি পথ রচনা করে নিজের মৌলিক নাট্যরচনার ধারা তৈরী করেন। তাঁর মোট রচিত গ্রন্থের সংখ্যা ৫৮ টি। ক্ষীরোদপ্রসাদের নাটকে সমসময়ের প্রভাব থাকায় তা সব মানুষের কাছে স্থান পেয়েছিল। তিনি পৌরাণিক, ঐতিহাসিক, অপেরা, প্রহসনধর্মী নাটক রচনা করেছেন। ডঃ সুকুমার সেন তাঁর রচিত নাটক প্রসঙ্গে বলেছেন, ক্ষীরোদপ্রসাদের নাটকের মূল বৈশিষ্ট্য হল প্লটের গল্পরস১৮৯৯ সালে তিনি বব্রূবাহন নাটক লিখে বিদ্যাবিনোদ উপাধি পান। বিভিন্ন ধর্মী নাটক মিলিয়ে তিনি মোট ৪৭ টি নাটক রচনা করেছেন। তাঁর নাটিকা শ্রেণীর অন্তর্গত নাটক গুলি হল, সপ্তম প্রতীমা, রঘুবীর। ওনার লেখা উল্লেখযোগ্য গীতিনাট্য গুলি হল, ফুলশয্যা,  কবি -কাননিক, আলিবাবা, প্রমোদ রঞ্জন, কুমারী, জয়শ্রী, বৃন্দাবন বিলাস। তাঁর পৌরাণিক নির্ভর নাটক গুলি হল সাবিত্রী, দূর্গা, ভীষ্ম, প্রেমাঞ্জলি প্রভৃতি। ঐতিহাসিক নাটক গুলি হল বঙ্গের প্রতাপাদিত্য, চাঁদবিবি, পদ্মিনী, আলমগীর, গোলকুণ্ডা প্রভৃতি। তাঁর প্রথম সফল মঞ্চ নাটক আলিবাবা নাটকটিকে শ্রেষ্ট নাটক রূপে গণ্য করা হয়। এই নাটকটিতে সংগীতের সাথে সাথে হাস্যরসে পরিপূর্ণ সংলাপ এই নাটকটির জনপ্রিয়তার আরো বৃদ্ধি ঘটায়। তাঁর নাটক গুলিতে বিদেশি নানা কাহিনীর কথা লক্ষ্য করা যায়। তিনি গদ্য ও অমিত্রাক্ষর ছন্দ উভয় পদ্ধতিতে নাট্যরচনা করেছেন। ১৯২৭ সালের ৪ঠা জুলাই এই মহান নাট্যকার বাঁকুড়ার বিকনা গ্রামে দেহত্যাগ করেন। তাঁর নাটক গুলি শুধুমাত্র নাট্য মঞ্চেই আবদ্ধ হয়ে থাকেনি বরং সেগুলি এক নতুন ইতিহাসের সৃষ্টি করেছে।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...