অন্য ভূমিকায় নবীন জায়া ক্ষীরোদামণি


অবন্তিকাকে মনে আছে? ভুলে যাওয়ার কথা নয় অবশ্য। 'রসগোল্লা' ছবির কেন্দ্রীয় নারী চরিত্র ক্ষীরোদামণির কথা বলছি। অবন্তিকা বিশ্বাস এবার অন্য ভূমিকায়।

চিত্রনাট্য লিখছেন তিনি। সংলাপও লিখছেন। শুধু কি তাই? তার গল্পভাবনায় তৈরি হয়েছে একটি শর্ট ফিল্ম। ছবির নাম 'দ্য ডিলিটেড সিন' অসমাপ্ত প্রেমের ছবি এটি। গল্প ফেঁদেছেন অবন্তিকাই। লেখালিখিটা ছোট থেকেই করেন অবন্তিকা। 
সামনে এসেছে ছবির পোস্টার ও টিজার। কয়েকদিনের মধ্যেই 'Icon by com' নামক একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এই ছবি। ছবির গল্প নিয়ে অবন্তিকা মুখ খুলতে না চাইলেও এটুকু আভাস দেন যে ছবির কেন্দ্রে রয়েছে এক প্রেমিকযুগল। নাম রূপ এবং ঝিনুক। রূপের ভূমিকায় দেখা যাবে তনয়  বসুকে এবং ঝিনুকের ভূমিকায় ক্যামেলিয়া কুণ্ডুকে।


'Icon by com' নামক ইউটিউব চ্যানেলের প্রযোজনায় আসছে এই ছবি। পরিচালনায় আলবেলি। 
দ্বাদশ শ্রেণীর ছাত্রী অবন্তিকা। কবিতা আর লেখালিখিতে তার দারুণ ঝোঁক। লেখাপড়া আর মেগা সিরিয়াল একসঙ্গে চালিয়ে যাওয়া সম্ভব নয় বলে মনে করেন তিনি। তাই মেগা সিরিয়ালের অফার ছেড়ে দিয়েছেন। এই মুহূর্তে কাব্য আর লেখালিখিতেই ব্যস্ত তিনি।
ছোট থেকেই আবৃত্তি আর লেখালেখিতে মেয়ের আগ্রহ ছিল বলে বাড়ির সকলে চাইতেন মেয়ে এসব দিকেই থাক। তাই এখন যখন পড়াশুনোর সঙ্গে ধারাবাহিক সমান তালে চালিয়ে যাওয়া সম্ভব নয় বলে মনে করলেন তখন কবিতা, আবৃত্তি আর লেখার দিকেই মন দিলেন অবন্তিকা।

চুপচাপ বসে থাকার পাত্রী নন তিনি। এই মুহূর্তে নেপথ্যে কাজ করতেই আগ্রহী অবন্তিকা। স্নাতক হওয়ার পর ধারাবাহিকে কাজ করবেন তিনি। এর মাঝে অল্প সময়ের জন্য কাজ পেলে কী করবেন তা এখনই বলতে পারছেন না তবে অভিনয় ছাড়বেন না এটুকু আশ্বাস দিয়েছেন এই কন্যে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...