দুমাসের জন্য বন্ধ খিদিরপুর ডক

কলকাতার বুকে এক পরিচিত নাম হল খিদিরপুর ডক যা লোক মুখে কেডিপি নামেই বেশী পরিচিত | কলকাতা বন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর, চলতি বছরের ২৮শে অগাস্ট থেকে লক গেটের তৈরীর কাজের জন্য ২মাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পোর্ট ট্রাস্ট। তাঁদের মতে ইতিমধ্যেই সব জাহাজকে কলকাতার নেতাজি সুভাষ ডকে নঙরের ব্যবস্থা করা হয়েছে। বন্দর কর্তৃপক্ষের দাবি, তাঁরা প্রায় ছয় মাস আগেই ব্যবসায়ীদের জানিয়ে দিয়েছিলেন ডক বন্ধ রাখার কথা। প্রসঙ্গত, এনএসডি-তে যেখানে বার্থ আছে মোট ১০টি, আর কেডিপি-তে বার্থ আছে ১৮টি, তাই ব্যবসার ক্ষয়ক্ষতি নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা| খিদিরপুর ডক বন্ধ থাকার সমস্যার সমাধান করে বন্দর কর্তৃপক্ষ জানান যে এনএসডি-তে বড় বড় কন্টেনার বহনকারী জাহাজের খালাসির কাজ অনায়াসেই চলে তাই আশা করা যায় আন্দামানগামী যাত্রী বোঝাই জাহাজের যাতায়াত করতে খুব একটা অসুবিধা হবে না।

এটা শেয়ার করতে পারো

...

Loading...