খিদিরপুর শিবতলা অমর সংঘ | জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯

আজ মহিলারা কতটা নিরাপদ? প্রশ্নটা এসেই যায়, আর এই প্রশ্নের মাঝে থাকে দুশ্চিন্তা। বছরের শিশু হোক কিংবা ৬০ বছরের বয়স্কা – কেউই আজ আর নিরাপদ নয়। আর তাই মহিলাদের নিরাপত্তার বিষয়ে মানুষকে সচেতন করতে বিশেষ থিমের আয়োজন করতে চলেছে খিদিরপুর শিবতলা অমর সংঘ।‘জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯’-এর পুজোর আড্ডায় জিয়ো বাংলা স্টুডিওতে উপস্থিত হয়েছিল খিদিরপুর শিবতলা অমর সংঘ ক্লাবের সদস্যরা। উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক সনাতন মিশ্রা, পুজোর থিম আর্টিস্ট সঞ্জয় দাস এবং ক্লাবের সদস্য অমিত রজক। সঞ্চালক দীপালির সঙ্গে তারা ভাগ করে নিলেন নিজেদের পুজোর প্রস্তুতির বিবরণ।

এই বছর তাদের দূর্গাপুজো ৪৯তম বর্ষে পদার্পণ করেছে। এই বছর খিদিরপুর শিবতলা অমর সংঘ ক্লাবের পুজোর থিমের নাম ‘সর্বজয়া’। অর্থাৎ যারা সকল বাধা বিপত্তি পেরিয়েও নিজেদের জয় ছিনিয়ে আনতে পারে।এই বছর তৃতীয়ার দিন খিদিরপুর শিবতলা অমর সংঘের পুজোর শুভ উদ্বোধন হতে চলেছে। যেহেতু এই বছর মহিলাদের উপর থিম তৈরি করা হয়েছে, তাই ক্লাবের পক্ষ থেকে ৫০১টি শাড়ি বিতরণ করা হবে দুঃস্থ মহিলাদের মধ্যে। এছাড়াও অনাথ শিশুদের জন্য বস্ত্র বিতরণের আয়োজন করেছে তারা। 

খিদিরপুর শিবতলা অমর সংঘের পুজোয় আসতে গেলে আপনাকে দমদম কিংবা কবি সুভাষগামী মেট্রোয় উঠে নামতে হবে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে। সেখান থেকে এক্সাইড মোড়ে গিয়ে খিদিরপুর যাওয়ার বাসে উঠে নামতে হবে খিদিরপুর মার্কেটে। সেখান থেকে কিছুটা হাটলেই পেয়ে যাবেন খিদিরপুর শিবতলা অমর সংঘের পুজোমন্ডপ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...