সম্প্রতি শেষ হল দীর্ঘ দিন ধরে চলা খেলো ইন্ডিয়া ইউথ গেমস। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হরিয়ানা কে হারিয়ে এবারের এই প্রতিযোগিতায় জয় পেল মুম্বই। ৮৫টি সোনা, ৬২টি রুপো ও ৮১টি ব্রোঞ্জ জিতে জয়ের মুকুট উঠল তাদের মাথায়। তাদের মোট পদক সংখ্যা ২২৮। অন্যদিকে ৬২টি সোনা, ৫০টি রুপো ও ৬০টি ব্রোঞ্জ পদক জিতে দ্বিতীয় স্থানে শেষ করল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা, তাদের পদক সংখ্যা ১৭৮। ৪৮টি সোনা, ৩৭টি রুপো ও ৫১ টি ব্রোঞ্জ পদক দিতে তৃতীয় স্থানে শেষ করল দিল্লী। পোডিয়ামে দাঁড়াতে না পরলেও নজর কেড়েছে বাংলা। ভলিবল ছাড়াও অনুর্ধ-২১ টেবিল টেনিসের মহিলাদের সিঙ্গলস বিভাগে জয়ী হয়েছেন বঙ্গ সন্তান সৌভি পাটওয়ারি। এদিনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভেড়েকার ও মহারাষ্ট্রের ক্রীড়া মন্ত্রী বিনোদ তাওড়ে। তৃতীয় বছরের আরও অনেক আশা ও আকাঙ্খা নিয়ে এবারের মত শেষ হল খেলো ইন্ডিয়া ইউথ গেমস।