জয়ী মহারাষ্ট্রের যুব খেলোয়াড়েরা

সম্প্রতি শেষ হল দীর্ঘ দিন ধরে চলা খেলো ইন্ডিয়া ইউথ গেমস। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হরিয়ানা কে হারিয়ে এবারের এই প্রতিযোগিতায় জয় পেল মুম্বই৮৫টি সোনা, ৬২টি রুপো ও ৮১টি ব্রোঞ্জ জিতে জয়ের মুকুট উঠল তাদের মাথায়। তাদের মোট পদক সংখ্যা ২২৮। অন্যদিকে ৬২টি সোনা, ৫০টি রুপো৬০টি ব্রোঞ্জ পদক জিতে দ্বিতীয় স্থানে শেষ করল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা, তাদের পদক সংখ্যা ১৭৮৪৮টি সোনা, ৩৭টি রুপো৫১ টি ব্রোঞ্জ পদক দিতে তৃতীয় স্থানে শেষ করল দিল্লী। পোডিয়ামে দাঁড়াতে না পরলেও নজর কেড়েছে বাংলা। ভলিবল ছাড়াও  অনুর্ধ-২১ টেবিল টেনিসের মহিলাদের সিঙ্গলস বিভাগে জয়ী হয়েছেন বঙ্গ সন্তান সৌভি পাটওয়ারি। এদিনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভেড়েকার ও মহারাষ্ট্রের ক্রীড়া  মন্ত্রী বিনোদ তাওড়ে। তৃতীয় বছরের আরও অনেক আশা ও আকাঙ্খা নিয়ে এবারের মত শেষ হল খেলো ইন্ডিয়া ইউথ গেমস।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...