কেটোপোল সম্মিলনী ক্লাব | জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯

পুরোনো জিনিসের প্রতি মানুষের একটা ভাবাবেগ থেকেই থাকে। কিন্তু যখন সেই পুরোনো জিনিস যখন ব্যবহারের অযোগ্য হয়ে ওঠে তখন আমরা কজনই বা সেটিকে যত্ন করে রেখে দিই? সেই স্নেহের জিনিসটিরই স্থান হয়ে যায় আস্তাকুড়ে। আর এভাবেই ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সেইসব পুরাতনী স্মৃতি। আর সেগুলিকেই এবার থিমের মাধ্যমে তুলে ধরতে চলেছে কেটোপোল সম্মিলনী ক্লাব

জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯’-এর পুজোর আড্ডাজিয়ো বাংলাস্টুডিওতে উপস্থিত ছিল কেঠোপোল সম্মিলনী ক্লাব। সঞ্চালক মৌমিতার সাথে নিজেদের পুজো নিয়ে কথা বললেন ক্লাবের সম্পাদক বিশ্বজিৎ দাস এবং সহকারী সম্পাদক কাঞ্চন রায়জিত সিংহ

এই বছর কেঠোপোল সম্মিলনী ক্লাবের দুর্গাপুজো হাফ সেঞ্চুরি পার করতে চলেছে, অর্থাৎ ৫০ বছর পূরণ করতে চলেছে। এই বিশেষ বছরে বিশেষভাবে নিজেদের তুলে ধরতে উদ্যোগী তারা। এই বছর চতুর্থীতে শুভ উদ্বোধন করতে চলেছে তাদের দুর্গাপুজোর।

এই অর্ধশততম বছরে কেঠোপোল সম্মিলনী ক্লাবের থিমপুরাতনী’। বিশিষ্ট শিল্পী সঞ্জয় ঘোষ এই বছর তাদের পুজোর থিমের দায়িত্বে রয়েছেন।

পুজোর চারদিন জুড়েই নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে কেঠোপোল সম্মিলনী ক্লাব। এছাড়া সপ্তমী থেকে নবমী পর্যন্ত ভোগের আয়োজন করবে তারা। এবং একাদশীতে সিদুরখেলার পর শোভাযাত্রার মাধ্যমে মা দুর্গাকে বিদায় জানানো হবে।

কেটোপোল সম্মিলনী ক্লাবের পুজোয় যেতে গেলে দমদম কিংবা কবি সুভাষগামী কোনও মেট্রোয় উঠে নামতে হবে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে। সেখান থেকে শিবরামপুর যাওয়ার বাস ধরে নামতে হবে কেটোপোল স্টপেজে। সেখান থেকে কিছুটা হাটলেই পেয়ে যাবেন তাদের পুজোমন্ডপ। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...