কেষ্টপুর প্রফুল্লকানন পশ্চিম অধিবাসীবৃন্দ | জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯

পুজোর আমেজ প্রায় এসেই গেছে। জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯ অনুষ্ঠান উপলক্ষে স্টুডিওতে উপস্থিত ছিলেন কেষ্টপুর প্রফুল্লকানন পশ্চিম অধিবাসীবৃন্দের দুই সদস্য শ্রী অর্কপ্রভ ভড় এবং শ্রী সায়ন চক্রবর্তীপুজোর আড্ডা@জিয়ো বাংলা অনুষ্ঠানে এসে তারা জানালেন, ১৭ তম বর্ষে দাঁড়িয়ে তাদের এই বছরের থিম 'একই মায়ের সন্তান'।

তারা জানালেন, প্রতি ভারতবাসীর কাছেই অত্যন্ত কষ্টের একটি সময় ছিল দেশভাগের সময়। একটি একান্নবর্তী পরিবার ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ার শব্দ সেদিন শুনেছিলো সারা ভারত। সেই মানুষ যাদের একটি দেশ ছেড়ে চলে যেতে হয়েছিল অন্যত্র তাদের কষ্টের কথাই তুলে ধরতে চাইছে এই ক্লাবটি। তারা জানালেন, গত ৫ থেকে ৭ বছর ধরে দর্শনার্থীদের ভিড় হচ্ছে চোখে পড়ার মতো। তাই এবছরেও ভিড় যে প্রচন্ড হবে তা নিয়ে এখন থেকেই আশাবাদী ক্লাবের সদস্যবৃন্দ।

তারা জানালেন, পুজোর কটাদিন দর্শনার্থীদের অতিরিক্ত ভিড় সামলানোর জন্য থাকছে ক্লাবের নিজস্ব ভলেন্টিয়ার। এছাড়াও পূজা মণ্ডপের বিভিন্ন জায়গায় লাগানো থাকছে সিসিটিভি ক্যামেরা। সেই ক্যামেরা ক্লাব থেকে প্রতিনিয়ত মনিটরিংও করা হবে বলেই জানানো হয়েছে  ক্লাবের পক্ষ থেকে। ক্লাবের নিজস্ব ভলেন্টিয়ার ছাড়াও বিভিন্ন ভলেন্টিয়ার এজেন্সি থেকে গার্ড নেওয়ার কথাও ভাবছে এই ক্লাব। এছাড়াও বৃদ্ধ এবং বিশেষ ক্ষমতাসম্পন্ন মানুষদের জন্য থাকছে  অ্যাম্বুলেন্স পরিষেবা এবং হুইলচেয়ারের সুবিধা।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বছর অষ্টমীর দিন তারা মায়ের জন্য বিশেষ ভোগ নিবেদন করতে চলেছেন। জানা গেছে, পুজো ছাড়াও সারাবছর নানা সামাজিক কাজকর্ম করে থাকেন এই ক্লাবের সদস্যবৃন্দ। রক্তদান শিবির থেকে শুরু করে বৃক্ষরোপন, স্বাস্থ্য শিবির প্রভৃতির আয়োজন করে এই ক্লাব। এছাড়াও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান তো রয়েছেই। তারা জানালেন, থিমের সাথে সামঞ্জস্য রেখে প্রতিমা তৈরী করছেন শ্রী পরিমল পাল। তাই তৃতীয়ার দিন উদ্বোধনের পর থেকেই যে এই মণ্ডপে ভিড় উপচে পড়বে তা আর বলার অপেক্ষা রাখে না।

এই মণ্ডপে পৌঁছানোর জন্য নোয়াপাড়া বা কবি সুভাষ গামী যে কোনও মেট্রোয়ে উঠে নামতে হবে শোভাবাজার সুতানুটি মেট্রো, সেখান থেকে অটো ধরে উল্টোডাঙা সেখান থেকে বাস নিয়ে পৌঁছে যেতে হবে কেষ্টপুরে। সেখান থেকে বাঁদিকে ভিআইপি রোড ধরে  মিনিট দুই হাঁটলেই দেখতে পা

এটা শেয়ার করতে পারো

...

Loading...