কেরলে নতুন আতঙ্ক

কেরালা বন্যা পরিস্থিতিতে জর্জরিত জনজীবন| ব্যাহত হয়েছে সবকিছুই| নেই পর্যাপ্তু খাদ্য, ওষুধ, বাসস্থান আর এর মধ্যেই দেখা দিয়েছে কেরলে নতুন আতঙ্ক ইঁদুরজ্বর| এই মারণরোগে আক্রান্ত প্রায় দু হাজার মানুষ| এখনো পর্যন্ত এই রোগে আনুমানিক ৪৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে| নতুন করে মিলছে অন্যত্র এই রোগের থাবার কথা| নেই পর্যাপ্ত ওষুধ| মাথা ধরা, ক্লান্তি, বমিভাব, হাত ও পায়ের পেশিতে ব্যাথা এই রোগের মূল উপসর্গ| বাড়ছে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও| ধীরে ধীরে এক মহামারীর আকার নিচ্ছে কেরলের এই নতুন যন্ত্রণা ‘ইঁদুরজ্বর’|

এটা শেয়ার করতে পারো

...

Loading...