বাড়িতে অন্তত দুটি গাছ না লাগালে মিলবে না রেজিস্ট্রির অনুমতি। পাওয়া যাবে না বাড়ির দলিলও। বাড়ি নথিভুক্তকরনের ক্ষেত্রে নতুন নিয়ম জানাল কেরলের ত্রিশূর জেলার কোদাঙ্গালু পুরসভা।
ছোট গাছ নয়, লাগাতে হবে বৃক্ষ জাতীয় উদ্ভিদ। আম কাঁঠালের মত কাষ্ঠল কান্ড। যা ধরে রাখতে পারবে মাটি। বাড়িতে গাছ লাগানোর বিষয়টি জানাতে হবে পুরসভাকে। সেখান থেকে আধিকারিকরা এসে দেখে যাবেন। তাঁরা যদি সন্তুষ্ট হন তবেই বাড়ি রেজেস্ট্রির অনুমতি পাওয়া যাবে। গাছের দেখভাল ঠিক মত করা হচ্ছে কী, সে সব থাকবে নজরে। ১৫,০০০ বর্গ ফুট জমির ওপর বাড়ি করলে এই নিয়ম মানতেই হবে।
দু’ভাগে এই পরিকল্পনা কার্যকর হবে বলে জানা গিয়েছে।
প্রথম ধাপে বাড়ি তৈরি করার জন্য পুরসভায় যখন কেউ আবেদন জানাবে তখন বাড়ির প্ল্যান জমা দিতে হবে। পুরসভা সেই প্ল্যানে বাড়ির কোথায় কোথায় গাছ লাগাতে হবে তা চিহ্নিত করে দেবে।
দ্বিতীয় ধাপে বাড়ি তৈরি হয়ে গেলে বাড়ির নম্বর অনুযায়ী পর্যবেক্ষণ করবে পুরসভার আধিকারিকরা। তখন চিহ্নিত করা স্থানে আদৌ গাছ লাগান হয়েছে কিনা বা সেটি কী অবস্থায় আছে তা খতিয়ে দেখবেন।
কোদঙ্গুল পুরসভা জানিয়েছে, এমন অদ্ভুত নিয়ম করার জন্য যে কেউ তাঁদের বিরুদ্ধে আদালতে যেতে পারে। তবে পরিবেশকে দূষণমুক্ত রাখতে তাঁদের উদ্যোগ সাধুবাদ পাচ্ছে সব মহলে।
কোদঙ্গুল পুরসভার আশা একদিন এই নিয়ম গোটা দেশে প্রয়োগ হবে। তবেই বাঁচবে পরিবেশ। পুরসভার চেয়ারম্যান কে আর জোয়ারথন জানিয়েছেন, “শহরে বেড়ে চলা বায়ুদূষনের মাত্রা নিয়ন্ত্রণ করতে এভাবেই কাজ করবে তাঁদের প্রস্তাবিত প্রকল্প।