বিশেষভাবে সক্ষমদের গুরুত্ব দেওয়ার জন্য ২০১৯ সালের শ্রেষ্ঠ রাজ্যের তকমা পেল কেরালা। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা ১৮ নভেম্বর একটি সাংবাদিক সম্মেলনে জানান, বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের অধিকার রক্ষা ও তাদের বিশেষ গুরুত্ব এবং ক্ষমতা প্রদানের জন্য কেরালাকে জাতীয় পুরস্কার দেওয়া হচ্ছে।
আগামী ৩ ডিসেম্বর দিল্লির বিজ্ঞান ভবনে আন্তর্জাতিক বিশেষভাবে সক্ষম ব্যক্তি দিবস উপলক্ষ্যে ভারতের রাষ্ট্রপতি, পুরস্কার তুলে দেবেন রাজ্যের হাতে। বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য বিভিন্ন রকম উন্নয়নমূলক প্রকল্পের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার রাজ্যের জন্য যথেষ্ট গুরুত্ব রাখে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। কেরল রাজ্য সরকারের সামাজিক বিচারবিভাগীয় দফতরের অধীনে বিভিন্ন সংস্থা এই কাজের সঙ্গে যুক্ত ছিল। উদাহরণ স্বরূপ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পিচ অ্যান্ড হিয়ারিং, কেরালা সোশ্যাল সিকিউরিটি মিশন, কেরালা স্টেট হ্যান্ডিক্যাপড পারসনস ওয়েলফেয়ার কর্পোরেশন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিয়েশন প্রমুখ। বিশেষভাবে সক্ষমদের জন্য রাজ্য সরকার প্রচুর অনুষ্ঠান আয়োজন করেছিল, যাতে তাদের মানসিক বিকাশের সঙ্গে সঙ্গে সামগ্রিক উন্নতি হয়। এ ছাড়াও বিভিন্ন রকম শিক্ষামূলক প্রকল্প, শিক্ষাবৃত্তি, চাকরিতে সংরক্ষণ, আত্মরক্ষার পাঠ প্রভৃতির মাধ্যমে রাজ্যের বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের উন্নতিতে কেরল সরকার যথেষ্ট গুরুত্বপূর্ণ কাজ করেছে এবং তার পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় সরকারের এই পুরস্কার প্রদান।