করোনা সতর্কতায় নয়া পদক্ষেপ আক্রান্ত রাজ্যের

করোনা সতর্কতায় নয়া পদক্ষেপ আক্রান্ত রাজ্যের

একদিনেই সাড়ে চারশোরও বেশি আক্রান্ত। দ্বিতীয় সর্বোচ্চ রাজ্য হিসেবে করোনা র খাতায় নাম লিখিয়েছেন। কোনও রাজ্যের প্রধান এবং তাদের বাসিন্দাদের এর থেকে বড় দুশ্চিন্তা আর কী বা হতে পারে এখন! কিন্তু তারা রুখে দাঁড়িয়েছেন। আগামী ৯০ দিন ধরে ১৬০০০ স্বাস্থ্য কর্মী ১০ লক্ষ বাড়িতে করোনা পরীক্ষার অভিযানে নামবেন।

রোগীকে চিহ্নিত করেই আটকাতে হবে সংক্রমণ। এই অস্থির সময় গ্রেটার চেন্নাই কর্পোরেশন  এর এই উদ্যোগ গোটা দেশ কে মোকাবিলার আশা জুগিয়েছেন। সুরক্ষার জন্য স্যুট, গ্লাভস, মাস্ক  পরিমাণ মতো দেওয়া হবে। গোটা শহরকে ১৩,১০০টি ক্লাস্টারে ভাগ করে নেওয়া হচ্ছে। যার প্রতিটিতে ৭৫ থেকে ১০০টি ঘর পড়ছে। তামিলনাড়ুর মন্ত্রী এসপি বেলুমণি জানান আমরা আর জিততে দেবোনা করোনাকে। তিনি আরও জানান স্বাস্থ্যকর্মীরা মাসিক ১৫০০০ টাকা বেতনে এই পদক্ষেপ সামিল হয়েছেন। পশ্চিমবঙ্গেও একই যুদ্ধ শুরু হতে চলেছে আগামীকাল থেকে। কুর্নিশ মানুষের ঐক্যবদ্ধতাকে!

এটা শেয়ার করতে পারো

...

Loading...