ম্যারাথনের বিশ্ব রেকর্ড ভাঙলেন কেনিয়ার এলিউড কিপচোগি

শনিবার কেনিয়ার এলিউড কিপচোগি সৃষ্টি করলেন এক নতুন রেকর্ড। ভিয়েনা পার্কে আয়োজিত ম্যারাথনে দু’ঘন্টার রেকর্ড ভাঙলেন তিনি। ১ঘন্টা ৫৯মিনিট ৪০.২সেকেন্ডে এই অলিম্পিক চ্যাম্পিয়ন তাঁর প্রথম ম্যারাথন শেষ করেন, দু’ঘন্টার কম সময়ে এই প্রথম কেউ করে দেখালেন এটি।

২০১৮ সালের ১৬ই সেপ্টেম্বর বার্লিন ম্যারাথনে ২ঘন্টা ১মিনিট ৩৯সেকেন্ডে মেনস ওয়ার্ল্ড রেকর্ডে তাঁর নাম ‘প্রথম’ স্থানে তালিকাভুক্ত হয়। ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অফ অ্যাথলেটিকস ফেডারেশন(IAAF) এর প্রেসিডেন্ট তাঁর এই সাফল্যকে সাধুবাদ জানান। গড়ে আড়াই মিনিট প্রতি কিলোমিটার হিসাবে দৌড়ে তিনি নির্ধারিত সময়ের আগেই শেষ করে পার করেন ফিনিশিং লাইন। অস্ট্রিয়ান রাজধানী ভিয়েনার প্রেটার পার্কের দীর্ঘ ৯.৬ কিলোমিটার পথ উঁচু গাছের হাওয়া থেকে সুরক্ষিত করেই নির্মিত, যা কিপচোগি চারবারেরও বেশি সময় অতিক্রম করে।

দৌড়ের পরে বক্তব্য রেখে কিপচোগি বলেছিলেন: “একজন মানুষ খেলাধুলার জগতে ইতিহাস গড়তে ৬৫ বছর সময় নিয়ে নেয়। আমি দু’ঘণ্টার কম সময়ে তা করতে পেরেছি, এটা খুবই খুশির ব্যাপার। অন্তত আমি সবাইকে অনুপ্রাণিত করতে পেরেছি যে, এটি করা সম্ভব।”

বিশ্ব ম্যারাথন রেকর্ডটি গত ১৬ বছর ধরে কেনিয়া এবং ইথিওপিয়ার অ্যাথলিটরাই ধরে রেখেছিল। মে, ২০১৭-র পর এটি কিপচোগির দ্বিতীয় প্রচেষ্টা, ইতালির মনজায় ফর্মুলা ওয়ান ট্র্যাকের ইভেন্টে ২৬ সেকেন্ডের জন্য দু’ঘণ্টার রেকর্ড ভাঙতে তিনি ব্যর্থ হন। তবে ২০১৯-এ  ইতিহাস রচনা করে অবশেষে সাফল্যের মুখোমুখি হলেন এলিউড কিপচোগি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...