কেনি রজার্স প্রয়াত

 চলে গেলেন কান্ট্রি মিউজিকের আইকন কেনি রজার্স। বয়স হয়েছিল ৮১ বছর। তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ শনিবার নিজের বাড়িতে স্বাভাবিকভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুর সময় পরিবার ও প্রিয়জনেরা তাঁকে ঘিরে ছিলেন।’

৩ বার গ্র্যামি বিজয়ী এই সংগীতশিল্পী ১৯৭০ ও ১৯৮০–এর দশকে বিশ্বসংগীতের সবচেয়ে জনপ্রিয় নামগুলোর একটি। তাঁর হাসকি গলার প্রাণ খোলা গান আলোড়ন ফেলেছিল সারা পৃথিবীর সঙ্গীত প্রেমীদের মধ্যে। দ্য গ্যাম্বলার, কাওয়ারর্ড অব দ্য কান্ট্রি, লুসিলি (১৯৭৭) গানগুলো কোনদিন পুরনো হবে না। এখনও ইউটিউব আর মিউজিক app এ তাঁর গান সমান জনপ্রিয়।
কেনির জন্ম হিউস্টনে। বড় হয়ে ওঠা গানের মধ্যে দিয়েই। স্কুল জীবন থেকেই তার শুরু।

১৯৭৭-৮৭ পর্যন্ত কান্ট্রি মিউজিকের রেটিং এ তিনিই ছিলেন সেরা।
২০১৫- ২০১৭ এর ডিসেম্বর পর্যন্ত ফেয়ারওয়েল ট্যুর করেছিলেন বিভিন্ন দেশে। ২০১৮ থেকে শারীরিক সমস্যার কারণে শো বন্ধ করে দেন। পরবর্তী সময়ে একেবারেই আর তাঁকে মঞ্চে পাওয়া যায়নি।গত মে তে ভীষন অসুস্থ হয়ে পড়েছিলেন। তার পর শরীর একেবারেই ভেঙে পড়ে কিংবদন্তি তারকার শরীর। কেনির পরিবারের সদস্যরা জানিয়েছেন, করোনা সংকটের কারণে খুব ছোট ও ঘরোয়া ভাবে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে। পরে হবে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান।

এটা শেয়ার করতে পারো

...

Loading...