হাতে মাত্র ১৩ দিন তার পরেই শুরু হতে চলেছে ক্রিকেট বিশ্বকাপ ২০১৯। আর এর মধ্যেই কেদার যাদবের কাঁধে চোট চিন্তায় ফেলে দিয়েছিল ভারতীয় দলকে। সম্প্রতি শেষ হওয়া আইপিএলের চেন্নাই সুপার কিংসের অন্তিম লিগ ম্যাচে গুরুতর চোট পায় ভারতীয় এই মিডল অর্ডার। বিশ্বকাপ প্রায় অনিশ্চিত ছিল যাদবের, কিন্তু ভারতীয় ফিজিও প্যাট্রিক ফারহার্টের তত্ত্বাবধানে দ্রুত সুস্থ হয়ে ওঠে যাদব। বৃহস্পতিবার ফারহার্টে বিসিসিআই-কে রিপোর্ট পেশ করে। যেখানে তিনি কেদার যাদবের সুস্থ হওয়ার ব্যাপারে জানান। তিনি আরও জানান যে যাদব প্রত্যেকটি ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়েছে তাই তিনি ভারতের সাথে ইংল্যান্ডের উদ্দ্যেশ্যে পাড়ি দিতে সক্ষম। প্যাটরিকের পেশ করা রিপোর্টের যথাযথ যাচাই করে কেদার যাদবকে ভারতীয় দলে যোগ দেওয়ার ছাড়পত্র প্রদান করে বিসিসিআই। ২২শে মে বাকি ভারতীয় দলের সদস্যদের সাথে তিনিও পাড়ি দেবেন বিলেতের উদ্দ্যেশ্যে। বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে হ্যামশায়ারের, রোস বোল ক্রিকেট গ্রাউন্ডে। আইপিএলে ভারতীয় খেলোয়াড়দের প্রদর্শন যে বিশ্বকাপে যে কোনও দলকে কাঁদিয়ে দিতে পারে তা বলার অপেক্ষা রাখে না। তবে ইংল্যান্ডের মাটিতে ভারত কতটা সফল হবে তা সময়ের অপেক্ষা।