KAZI NAZRUL ISLAM BIOPIC: এবার টলিউডে তৈরি হতে চলেছে কবি নজরুল ইসলামের বায়োপিক! মুখ্য চরিত্রে দেখা যাবে কাকে?

বাংলায় প্রথমবার বিনোদন দুনিয়ায় আসতে চলেছে বিদ্রোহী কবির বায়োপিক। তিনি কাজী নজরুল ইসলাম। আব্দুল আলিমের পরিচালনায় তৈরি হবে এই ছবি। আর সেখানেই নজরুলের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা কিঞ্জল নন্দকে।

KAZI NAZRUL ISLAM BIOPIC

এই বিষয়ে কিঞ্জল সংবাদমাধ্যমে জানিয়েছেন যে এই প্রথমবার নজরুলের জীবন নিয়ে বায়োপিক হচ্ছে বাংলা সিনেমায়। তিনি মনে করেন যে এই চরিত্রটি খুবই চ্যালেঞ্জিং। ফলে, খুবই উত্তেজিত এই সুযোগ পেয়ে। তিনি আশ্বাস দিয়ে জানান যে তিনি নজরুলের সম্পর্কে যা জানেন, তার চেয়ে বেশি রয়েছে এই ছবিতে। কাজী নজরুলের চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলতে বর্তমানে তাঁর সম্পর্কে পড়াশোনা করছেন অভিনেতা।

কবি নজরুলের শৈশব থেকে শেষ জীবন পর্যন্ত তুলে ধরা হবে এই ছবিতে। শীতকালে শুরু হবে ছবির শ্যুটিং। এছাড়া জানা গিয়েছে যে এই ছবিতে অনেক ‘প্রস্থেটিক’ মেকআপের বিষয় রয়েছে। তবে ছবির জন্য এখনও ‘লুক সেট’ বাকি আছে বলে জানালেন কিঞ্জল।

ছবিতে কিঞ্জলের রূপটানের দায়িত্বে থাকছেন সোমনাথ কুন্ডু। এমনিতে কিঞ্জলের সঙ্গে নজরুলের চেহারার পার্থক্য রয়েছে। শুধু প্রয়োজন ‘প্রস্থেটিক্সের’। এছাড়া নজরুলের এই বায়োপিকে বিশেষ চরিত্রে অভিনয় করছেন খরাজ মুখোপাধ্যায় (ফজলু‌ল হক), কাঞ্চনা মৈত্র (বিরজাসুন্দরী দেবী)-সহ আরও অনেকে।

পাশাপাশি বাংলাদেশের কয়েক জন অভিনেতাও এই ছবিতে অভিনয় করতে পারেন বলে কিঞ্জল জানিয়েছেন। সূত্রে জানা গিয়েছে যে অন্য শিল্পীদের মধ্যে থাকতে পারেন আলি আকবর খান (বাংলাদেশের ফজলুর রহমান বাবু) এবং সজনীকান্ত দাস (শান্তিলাল মুখোপাধ্যায়)। তবে, এখনও অনেক কাস্টিং বাকি বলেই জানা গিয়েছে।

তবে, নজরুলের বায়োপিক মানেই সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর থাকবে না, এটা অসম্ভব। ফলে, কবিগুরুর চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়ে নির্মাতারা এখন বিশেষ আলোচনায় রয়েছেন। টলিপাড়ার সুত্রে জানা গিয়েছে যে আপাতত এই ছবিতে রবীন্দ্রনাথের চরিত্রের জন্য রঞ্জিত মল্লিক বা চিরঞ্জিৎ চক্রবর্তীর কথা ভাবা হয়েছে। তবে, শেষ পর্যন্ত কে এই স্থানটি জয় করবেন, সেটাই দেখার।

এর আগে ‘৮/১২ বিনয় বাদল দীনেশ’ ছবিতে বিনয় বসুর চরিত্রে অভিনয় করেছেন কিঞ্জল। এবার আবারও একটি বায়োপিকে অভিনয় করছেন তিনি। এই বিষয়ে তিনি জানিয়েছেন যে তিনি ছবিটির চিত্রনাট্য ভাল করে পড়ে তার পরেই রাজি হয়েছেন। তাঁর মনে হয়েছে যে খুব গুরুত্ব ও যত্ন সহকারে এই ছবিটি করার কথা ভাবা হয়েছে।

ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন জয় সরকার। তবে, এখনও অবধি ছবির নাম ঠিক হয়েছে ‘কাজী নজরুল ইসলাম’। সম্পাদনায় অর্ঘকমল মিত্র। এছাড়া প্রযোজনার দায়িত্বে থাকছেন জেবি প্রোডাকশন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...