Katrina Kaif Pregnancy: সত্যি কী লন্ডনে প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন ক্যাটরিনা?

কিছুদিন আগেই স্বামী ভিকি কৌশলের জন্মদিন গিয়েছে। সকলের মতনই এদিন স্ত্রী ক্যাটরিনা কাইফও তাই করেছেন। ডিনার ডেটে গিয়েছিলেন নিজের স্বামীকে নিয়ে। এরপরেই সেই ডিনারের নানা মুহূর্তের ছবিও পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে।

সব ঠিকঠাকই চলছিল। কিন্তু ওই পোস্টে নায়িকা তিনটে সাদা হার্ট ইমোজি দিয়েছেন। সেইটা নিয়েই বেঁধেছে একটা গন্ডগোল। গুঞ্জন চলছে বলিপাড়ায়।

দীপিকার পর কি এবার ক্যাটরিনাও মা হতে চলেছেন?

ক্যাটরিনা কাইফ যে সন্তানসম্ভবা, এই বিষয়টা নিয়ে অনেকদিন ধরেই শোরগোল চলছিল বলিপাড়ায়। এটা কোনও নতুন ব্যপার নয়, কোনও নায়িকার বিয়ে হলেই, তার কিছু দিন পর থেকেই তাঁকে নিয়ে খবর রটতে থাকে যে এবার তিনি মা হতে চলেছেন। ফলে, তিনটে হার্ট এমোজি মানেই, বাড়িতে নতুন অথিতির আসার জল্পনা বেড়েছে।

ক্যাটরিনাকে নিয়ে খবর রটতে শুরু হওয়া মানেই উলটোদিকে উৎসাহিত হয়ে পড়েছেন ভক্তরা। কিন্তু এদিকে ভিকি কিংবা ক্যাট, কেউই এই বিষয়ে কিছু বলতে নারাজ। তবে, যত দিন যেতে থাকল, ক্যাটরিনার সন্তান প্রসবের খবর আরও শক্ত হয়ে উঠতে থাকল।

বেশ কয়েক দিন আগে মুম্বই ছেড়ে লন্ডনে গিয়েছেন ক্যাটরিনা কইফ। সেখানে রাস্তায় ক্যাটরিনা আর ভিকির পায়চারির একটি ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিওতে নায়িকাকে দেখা গিয়েছে বেশ বড় মাপের, ওভারসাইজ এক লং কোটে। অনেকেই এই ভিডিও দেখে মনে করছেন এই দেশে যাতে কারও নজরে না পড়ে, তার জন্যই লন্ডনে পাড়ি দিয়েছেন দম্পতি। ওই ভিডিওতে নায়িকাকে দেখা গিয়েছে বেশ বড় মাপের, ওভারসাইজ এক লং কোটে। সেখানেই ওঠে প্রশ্ন। বেবি বাম্পকে ঢাকতেই এমন বেশ?

এবার সেই গুজব খবরের সিলমোহর প্রকাশ্যে এল। ক্যাটরিনা এবং ভিকির ঘনিষ্ঠ এক মুখপাত্র সংবাদমাধ্যমে জানিয়েছেন যে নায়িকা সত্যিই মা হতে চলেছেন। প্রথম সন্তানের জন্ম দিতে চান লন্ডনেই। তাই সেখানেই রয়েছেন তাঁরা। খুশি হয়ে যায় অনুরাগীরা।

এখন সকলেই অপেক্ষায় আছেন কবে ক্যাটরিনা আর ভিকি এই সুখবরের আনুষ্ঠাঙ্ক ঘোষণা করবেন। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...