কাশ্মীরের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ফেসবুকে শেষ পোস্ট করেছিলেন পুরুলিয়ার মণীশরঞ্জন মিশ্র। সোশ্যাল মিডিয়ার সেই পোস্টে তিনি লিখেছিলেন, ‘লাভ অ্যাট ফার্স্ট সাইট। কাশ্মীর প্যারাডাইস ফাউন্ড।’ পেশায় তিনি স্বরাষ্ট্রমন্ত্রকের আইবি অফিসার। কিন্তু কাজের থেকে ছুটি নিয়ে পরিবারের সঙ্গে বেরিয়ে পড়েছিলেন আনন্দের সন্ধানে। কিন্তু তিনি জানতেনও না যে, স্বর্গীয় উপত্যাকা কাশ্মীর পরিণত হবে রক্তাক্ত প্রান্তরে।
মঙ্গলবার যখন ঘটনাটি ঘটে, কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় হর্ষ রাইডিং করছিলেন তিনি। পাশে স্ত্রী জয়া মিশ্র ও অদূরে তার দুই সন্তান। কিন্তু হঠাৎ এক অচেনা লোক এসে মণীশকে ইশারায় কিছু বলে। তারপর সেই লোকটা তার স্ত্রী-সন্তানকে সরে যেতে বলে একের পর এক গুলিতে মণীশকে ঝাঁঝরা করে দেয়।
নিহত মণীশরঞ্জনের বাড়ি পুরুলিয়ার ঝালদার ৫ নম্বর ওয়ার্ডে ওল্ড বাঘমুণ্ডি রোডে। কিন্তু কর্মসূত্রে স্ত্রী সন্তানদের নিয়ে তিনি থাকতেন হায়দরাবাদে। চলতি মাসের ১৫ তারিখ মণীশের স্ত্রী, সন্তানদের নিয়ে হায়দরাবাদ থেকে ছুটি কাটাতে রওনা দেন তিনি। বেনারস, অযোধ্যা হয়ে ১৬ এপ্রিল হরিদ্বার থেকে সপরিবারে কাশ্মীরের পহেলগাঁও পৌঁছন। বৃহস্পতিবার তাঁদের জম্মুর কাটরা যাওয়ার কথা। সেখানে মিলিত হতেন বাবা-মা আর দুই ভাইয়ের পরিবারের সঙ্গে। তারপর তাঁদের বৈষ্ণোদেবী যাওয়ার কথা ছিল তাদের। কিন্তু আর ঘরে ফেরা হল না তাঁর।