মাত্র ২৩ বছরে ২১ একর জমি বানিয়ে নজির এমবিএ পাশ রাঘবের

১৯৯৬ সালে উত্তরাধিকার সূত্রে দাদুর থেকে নারকেল উদ্যান উপহার পান কর্নাটকের বাসিন্দা রাঘব যদিও তাঁর আগের সাত পুরুষের মত তাঁর কোনও সম্পর্কই ছিল না মাটির সাথে। ক্রমে এমবিএ পাশ করেন তিনি। তার পর নিজের উদ্যোগেই চাষাবাদের কাজে যোগ দেন তিনি।  

বলছিলেন, “চাষ করা কখনওই আমার শখ ছিল না। ছিল পারিবারিক দায়িত্বকে এগিয়ে নিয়ে যাওয়া। আমি আগে ভাবতাম এতে বুদ্ধির কোনও দরকার নেই। এটা অন্ধের কাজ। কিন্তু পরে বুঝি, আমি কতটা ভুল ছিলাম।চাষিদের সাথে কথা বলতে বলতেই বুঝতে পারি, সারাজীবন চাষের সাথে যুক্ত থাকলেও, কখনওই একঘেয়ে হব না। প্রতিদিন নতুন কিছুই আবিষ্কার করা যাবে।

এই চিন্তা থেকেই খাদ্যবন বানাবার কথা ভাবেন রাঘব সেই বন আজ ২১ একর দৈর্ঘের। বিভিন্ন প্রজাতির পাখি তথা প্রাণির বাসাও সেখানে। তা ছাড়া, নানা সব্জির চাষও হয় সেখানে। ঐকান্তিকা নামের এই বনের অদূরে সপরিবারে বাস করেন রাঘব

"সাধারণ চাষাবাদের ধারণা বুঝতে সজহ। কিন্তু করতে কঠিন" বলছিলেন রাঘব প্রথম দিকে লাভের মুখ দেখতে না পারলেও পরে তা দেখতে পান ক্রমে। তাই আত্মীয়রাও প্রথমদিকে চিন্তায় থাকেলেও এখন খুশি জানালেন তিনি। মানুষের উচিত বরাবর শেকড়ে ফেরা। উচিত সাধারণ ভাবে বেঁচে থাকা। এমনটাই মনে করেন রাঘব। তাঁর স্বপ্নের এই খাদ্য বনও তাই মনে করে বলে জানালেন তিনি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...