ভারতের যে কোনও রাস্তায় হাঁটলেই, একটা খালি প্লাস্টিকের বোতল পড়ে থাকতে দেখা যায়। শিবানন্দ উদ্যানপালন বিভাগের অধ্যাপক এমন দৃশ্যই দেখেন রোজ। যে কোনও দায়িত্ববান নাগরিকের মতোই বোতলগুলি তুলে আস্তাকুড়ে ফেলে আসতেন তিনি।
২০১৮ সালের জানুয়ারি মাসে ইসরায়েলের উদ্যানপালন বিভাগের একটি সেমিনারে যান শিবানন্দ। সেখানেই প্লাস্টিক রিসাইকেল হতে দেখেন তিনি। দেখেন, কীভাবে বোতলগুলিতে গাছ লাগিয়ে কীভাবে পুনরায় ব্যবহার-উপযোগী করে তোলা হচ্ছে। দেশে ফিরে নিজের কলেজ আধিকারিকদের সেই চিন্তার কথা জানা তিনি। আধিকারিক তথা ছাত্ররাও তা শুনে উৎসাহ দেখান।
চলতে বছরের মে মাস থেকেই ছাত্ররা বোতল সংগ্রহ করতে শুরু করেন। প্রায় ৭০০টি বোতল এভাবে জমা করা হয়। তাঁর পর বোতলগুলিকে উপর ও নীচ থেকে কেটে ফেলা হয়। জানালেন একাধিক ইউটিউব ভিডিও দেখেই বোতলগুলি কাটার পদ্ধতি সম্পর্কে আইডিয়া নেওয়া হয়। ছাত্ররা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে গিয়ে এই কাজটি করতে শুরু করেন। মাত্র দু’দিনেই তাতে বিভিন্ন গাছ লাগানোর কাজ শেষ করা হয়।
একান্ত সাখ্যাতকারে শিবানন্দ জানালেন, এ ভাবেই সবার উচিত প্লাস্টিক রিসাইকেল করা। তাতে যেম্ন পরিবেশেরে উপকার হয়, তেমনই বাচে মানুষ।