বিশ্বকাপ জয় নিয়ে স্মৃতিচারণ কপিল দেবের

বিশ্বকাপ জয় নিয়ে স্মৃতিচারণায় ডুব দিলেন ভারতের প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। তিনি বলেছেন দলগত সংহতি তিরাশির বিশ্বকাপ জয়ের অন্যতম কারন।

এক সংবাদ সংস্থার কাছে তিরাশির বিশ্বকাপ নিয়ে স্মৃতিচারণ করলেন কপিল। তিনি বলেছেন ক্রিকেটে সাফল্য আসে দলগত সংহতির জোরেই। তাই দল যখন ভাল খেলে তখন তখন জয় আসে। তিরাশির বিশ্বকাপ জয় আমাদের দলগত সংহতির ফল বলে আমার মনে হয়। খেলাটা এক জনের নয়, দলের এগারো জন মিলে খেলতে হয়। সবাইকেই মাঠে নেমে নিজেদের একশো শতাংশ দিতে হয়। তাহলেই সাফল্য আসে বলে আমার মনে হয়।

তিরাশির বিশ্বকাপ ফাইনাল নিয়েও অকপট কপিল দেব। তিনি বলেছেন ফাইনাল ম্যাচে আমরা নিজেদের সেরা পারফরম্যান্স দিতে চেয়েছিলাম। আমরা সম্পূর্ণ ভাবে উপভোগ করে ম্যাচটা খেলেছিলাম। আমরা কাউকেই আমাদের দলের চেয়ে ভাল বলিনি। আমরাই সেরা এই মন্ত্র নিয়েই আমরা খেলতে নেমেছিলাম। প্রসঙ্গত তিরাশির বিশ্বকাপ জয় নিয়ে আর কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে বলিউডের সিনেমা ৮৩। যেখানে কপিল দেবের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রনবীর সিংহকে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...