জাতীয় দলের নতুন কোচ নিয়ে গত কয়েকদিন ধরেই বেশ জল্পনা চলছিল। বিশ্বকাপের সেমিফাইনালে হারের পর তা আরও প্রকট হয়ে ওঠে। শুক্রবার দিল্লীতে, জাতীয় দলের অ্যাডমিনিস্ট্রেটর কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নতুন কোচ নির্বাচন করবে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক কপিল দেব পরিচালিত উপদেষ্টা মণ্ডলী। দলের ক্রিকেট উপদেষ্টা কমিটির (CAC) দায়িত্বে রয়েছেন তিনি। তারাই দলগত ভাবে ঠিক করবেন বিরাটদের নতুন কোচ।
কপিলের পাশাপাশি জাতীয় মহিলা দলের প্রাক্তন অধিনায়ক শান্থা রঙ্গস্বামী ও জাতীয় পুরুষ দলের প্রাক্তন কোচ অংশুমান গাইকোয়াড়ও সেই কমিটিতে রয়েছেন। তিন জনের যৌথ সিদ্ধান্তেই স্থির হবে ভারতীয় দলের নতুন কোচ। জানা যাচ্ছে, নতুন কোচের তালিকায় রয়েছে টম মুডি, গ্যারি কার্স্টেন, মহেলা জয়বর্ধনের নাম । অগাস্টের মাঝামাঝি সময় তাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে।
চুক্তি অনুসারে, রবি শাস্ত্রীর মেয়াদ ছিল বিশ্বকাপ পর্যন্ত। এখনও নতুন কোচ স্থির না হওয়ায় এবং চলতি ক্যারিবিয়ান সফরের সুবাদে ৩রা অগাস্ট থেকে ৩রা সেপ্টেম্বর পর্যন্ত রবি শাস্ত্রীই ভারতীয় দলের কোচের দায়িত্বে থাকবেন। পরবর্তী কোচের পদের জন্য পুনরায় আবেদন জানাতে পারবেন তিনি।
বিষয়টিতে সিএসি’র সদস্য সৌরভ গাঙ্গুলি ও ভিভিএস লক্ষণের মধ্যস্ততার ব্যাপারে সুপ্রিম কোর্টের নির্দেশের অপেক্ষায় রয়েছে সিওসি। পাশাপাশি ধারাভাষ্য সহ অন্যান্য বহুমুখী ভূমিকাগুলি থেকে যে কোনো একটি পদ বেছে নিতে বলা হয়েছে এই দুই প্রাক্তন ক্রিকেটারকে।
কোচ নির্বাচনের ব্যাপারে অধিনায়ক বিরাট কোহলির কোনো ভূমিকা থাকবে না বলে জানিয়েছেন অ্যাডমিনিস্ট্রেটর কমিটি প্রধান বিনোদ রায়।
এর আগে ৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের অ্যাডভাইসারি প্যানেল, ভারতীয় মহিলা দলের কোচ নির্বাচনে যাবতীয় ভূমিকা গ্রহণ করেছিল। এখন পুরুষদের জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্বে কে আসবেন, তার অপেক্ষায় গোটা বিশ্ববাসী।