কাঁশারি পাড়া সার্বজনীন | জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯

“মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়” – কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই রচনার ভিত্তিতে সেজে উঠছে কাঁশারি পাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির ৫৯তম বর্ষের থিম প্রতিবাদী। প্রায় ৮বছর হয়ে গেল সাবেকি পুজো ছেড়ে তারা থিম পুজোয় প্রবেশ করেছেন।

জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯ অনুষ্ঠানে উপস্থিত থেকে এমনটাই জানালেন পূজা কমিটির যুগ্ম সম্পাদকের একজন সঞ্জয় দাস, তার সাথে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি প্রদীপ কুমার কুন্ডু ও সাংস্কৃতি সম্পাদক তাপসী রায় নন্দন। সঞ্চালক মনীষার সাথে তাদের পুজোর ব্যাপারে জানলাম আমরাও।

চতূর্থীর দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হবে ২০১৯ শারদোৎসবের পথচলা। সপ্তমি, অষ্ঠমী, নবমী- তিন দিন ব্যাপি চলবে মহাভোজের আয়োজন, যাতে শুধু খিচুড়ি-ই নয় থাকবে লুচি, পোলাওয়ের মত সুস্বাদু খাবারের আয়োজন।

তবে তারা শুধুমাত্র খাদ্য পর্বেই মননিবেশ করেণ নি, সপ্তমি ও নবমীতে থাকবে পল্লীবাসিদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানও। দশমী তে পল্লীর সকল মহিলারা আটপৌড়ে করে শাড়ি, নাকে নথ পড়ে মেতে ওঠে সিদুঁর খেলায়। একাদশীর দিন বরণের মাধ্যমে বিদায় জানানো হয় দুর্গা কে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...