২৩ মার্চ, অর্থাৎ আজই ৩১ এর কোটায় পা রাখলেন বলি-ক্যুইন কঙ্গনা রানাউত। জন্মদিনেই সকলকে নতুন চমক দিলেন অভিনেত্রী। ইতিহাসের পাতা থেকে ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’র পর এবার তিনি পা রাখতে চলেছেন রাজনীতির আঙিনায়।
ইতিহাস-রাজনীতি-খেলা বিভিন্ন দিকের দিকপাল ব্যক্তিত্বদের নিয়ে বায়োপিক-ঝড় উঠেছে বলি থেকে টলি ইন্ডাস্ট্রিতে। ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’র সাফল্যের পর এবার তাঁকে দেখা যাবে চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ও দক্ষিণ ভারতের দাপুটে রাজনীতিবিদ জয়ললিতার চরিত্রে, আজ নিজের বিশেষ দিনটিতে এ কথা নিজেই ঘোষনা করেছেন তিনি।
ভারতের দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী এবং খুব প্রভাবশালী ও দক্ষ রাজনীতিবিদ জয়ললিতাকে নিয়ে বায়োপিক তৈরি হচ্ছে। জয়ললিতাকে দক্ষিণে ‘পুরাটছি তালাইভি’ অর্থাৎ ‘বৈপ্লবিক নেত্রী’ হিসেবে সম্বোধন করা হয়। জয়ললিতার জীবনের ওপর নির্মিত বায়োপিকটি তামিল ও হিন্দি ভাষায় মুক্তি পাবে বলে জানা যাচ্ছে। তামিল ভার্সানটির নাম হবে ‘তালাইভি’ আর ছবির হিন্দি নাম হবে ‘জয়া’।