Kanchanjungha Express Accident: ভয়াবহ দুর্ঘটনার কবলে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস! লাইনচ্যুত দু’টি কামরা, মৃত ৮, আহত বহু যাত্রী

ভয়াবহ দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। মালগাড়ির ধাক্কায় ট্রেনের পিছন দিকের দুটি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে। এই ঘটনা আবারও ফিরে এল করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার স্মৃতি। এদিনের দুর্ঘটনায় আহত হয়েছেন বহু যাত্রী। ৫০ জনেরও বেশি আহত যাত্রীদের পাওয়া গিয়েছে। এছাড়া এক মহিলা-সহ ৮ জনের  মৃত্যুর খবর মিলেছে বলে জানিয়েছে রেল। এখনও চলছে উদ্ধারকাজ। ফলে, তাঁদের মধ্যে সংখ্যা আরও বাড়তে পারেই বলে মনে করা হচ্ছে।

কিভাবে ঘটল এমন ভয়াবহ দুর্ঘটনা?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার সকাল পৌনে নটা নাগাদ  নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সোমবার সকালে নির্ধারিত সময়েই রওনা দিয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। শিলিগুড়ির কাছে ফাঁসিদেওয়া, রাঙাপানি এলাকা এবং নীচবাড়ি স্টেশনের কাছে সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে ছিল শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস৷ এরপর আচমকাই সেই লাইনে তীব্র গতিতে একটি কন্টেনার বোঝাই মালগাড়ি ছুটে এসে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে সজোরে ধাক্কা মারে৷ এতটাই জোরে ধাক্কা মারে যে রেল  লাইন থেকে ছিটকে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা এবং মালগাড়ির ইঞ্জিনের মাথায় উঠে যায় ট্রেনটির একটি লাগেজ ভ্যান৷

শিলিগুড়িতে সকাল থেকেই মুষলধারে বৃষ্টি চলছিল। তার মাঝেই এমন ভয়াবহ দুর্ঘটনা।

ঘটনাস্থল থেকে দার্জিলিং পুলিশের অ্যাডিশনার এসপি অভিষেক রায় জানিয়েছেন যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে মালগাড়ি ধাক্কা মেরেছে। পাঁচ জনের মৃত্যু হয়েছে। ২৫ থেকে ৩০ জন আহত। সংখ্যা আরও বাড়তে পারে। গ্যাসকাটার দিয়ে কেটে মালগাড়ির ইঞ্জিন বার করতে হবে। সামনে একটি জায়গায় অস্থায়ী ভাবে আহতদের নিয়ে গিয়ে রাখা হচ্ছে। সেখান থেকে প্রয়োজন অনুযায়ী হাসপাতালে পাঠানো হবে। আহতদের অবস্থা স্থিতিশীল।

জানা গিয়েছে যে লাইনে দুর্ঘটনাটি ঘটেছে, সেই লাইন হল কলকাতা থেকে শিলিগুড়ির সঙ্গে রেল যোগাযোগের প্রধান লাইন। ফলে দূরপাল্লার ট্রেন চলাচল সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে বলেই জানা গিয়েছে।

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা প্রকাশ্যে আসতেই এক্স হ্যান্ডলে উদ্বেগ প্রকাশ করে পোস্ট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘‘এই মাত্র দার্জিলিঙের ফাঁসিদেওয়া এলাকায় ট্রেন দুর্ঘটনার খবর পেলাম। বিশদে এখনও জানতে পারিনি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ি ধাক্কা মেরেছে শুনেছি। জেলাশাসক, এসপি, চিকিৎসক এবং অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছেছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হচ্ছে।’’

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই ঘটনায় এক্স হ্যান্ডলে দুঃখপ্রকাশ করেন।

পোস্ট করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও। তিনি ঘটনাস্থলেও গিয়েছেন পরিদর্শন করতে বলে জানা গিয়েছে। এছাড়া দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা।

কিন্তু কী কারণে ঘটল এই দুর্ঘটনা? এই বিষয়ে এখনও খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে ২০২৩ সালের ২ জুন ওড়িশার বালেশ্বরে দুর্ঘটনার কবলে পড়েছিল করমণ্ডল এক্সপ্রেস। ওই ট্রেনের সঙ্গে একটি মালগাড়ি এবং বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের ধাক্কা লাগে। ২৮৯ জনের মৃত্যু হয়েছিল সেই ঘটনায়। বছর ঘুরতে না ঘুরতেই সেই ভয়ংকর স্মৃতি আবার ফিরে এল।

২০২২ সালে জলপাইগুড়ির ময়নাগুড়ির কাছে দোমোহনিতে লাইনচ্যুত হয়েছিল বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস। পাঁচ জনের মৃত্যু হয়েছিল সেই ঘটনায়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...