আপনার ঘরের কোনও জিনিস অকেজো হয়ে গেছে? ভাবছেন পালটে একটা নতুন কিনবেন? একটু দাঁড়ান। অত তাড়া কিসের? দিনকয়েক অপেক্ষা করুন। ব্যবস্থা করে দেবেন কাঞ্চন মল্লিক থুড়ি কালারস বাংলা। প্রোমো চলছে চ্যানেলে। আসছে নতুন গেম শো ‘অদল বদল’। শো-এর হোস্ট কাঞ্চন মল্লিক। বাড়ি বাড়ি গিয়ে খেলবেন অদল বদলের খেলা। প্রতিযোগী তাঁর বাড়ির যে জিনিসটি বদলাতে চান সেটা নিয়ে থাকবে হাজারো প্রশ্ন। আর উত্তর দিয়ে জিততে পারলেই নতুন হয়ে যাবে সেই অকেজো জিনিস। পুরনোটি নিয়ে একটি নতুন দিয়ে দেওয়া হবে। সুতরাং বলতেই হয়, এ সুযোগ পাবে না আর!
চমকের শেষ এখানেই নয়, এই প্রথম কোনও চ্যানেলের হয়ে শীর্ষ সঙ্গীত গাইছেন কাঞ্চন। অদল বদলের টাইটেল ট্র্যাকটি গেয়েছেন তিনিই। সুতরাং এটাও বলতে দ্বিধা নেই কাঞ্চনেরও ঘটছে বদল। অভিনেতা কাঞ্চন এবার কামাল দেখাবেন সঙ্গীত শিল্পী হিসেবে। সুর দিয়েছেন দিব্যেন্দু। এর আগে ‘জনতা এক্সপ্রেস’ গেম শো টিতেও কাঞ্চন দেখিয়েছেন কামাল। চেকারের ভূমিকায় ছিলেন কাঞ্চন। আর এবার অদল বদল।
কলকাতা ও জেলা স্তরে হবে অদল বদলের খেলা। পাঠক হয়ত ভাবছেন যে, যদি না জিততে পারি তা হলে যে জিনিসটা বাজি রেখে আপনি খেলবেন তার কী হবে? সেটাও কি হাতছাড়া হয়ে যাবে? কী হবে আর কী হবে না তা ভেবে উতলা না হয়ে অপেক্ষা করুন। ‘অদল বদল’-এর শুটিং শুরু হবে আগামী মাস থেকে। তাই চোখ রাখুন কালারস বাংলায়।