পুজো প্রায় এসেই গেল, বাঙালির শ্রেষ্ট উৎসব দুর্গাপুজোর আগমনী সংগীত বেজেই উঠল। কিন্তু বিভিন্ন ক্লাব ও পুজো কমিটি কতটা তৈরী এই পুজোয় একে অপরকে টেক্কা দেওয়ার জন্য, তার অপেক্ষা আর মাত্র কয়েকদিনের। আর শতবর্ষের বছরে কামারডাঙ্গা সাধারণ দুর্গোৎসব সমিতির পুজো নিয়ে মানুষের আলাদা উদ্দীপনা রয়েছেই তা বোঝাই যাচ্ছে।
'জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯'-এর পুজোর আড্ডায় জিয়ো বাংলার স্টুডিওতে উপস্থিত কামারডাঙ্গা সাধারণ দুর্গোৎসব সমিতি। নিজেদের পুজো নিয়ে সঞ্চালক ইকেবানার সাথে কথা বললেন ক্লাবের কোষাধ্যক্ষ কিশোর সামন্ত, সহ-কোষাধ্যক্ষ মেঘনাদ খাটুয়া এবং সমিতির সম্পাদক কিশোর দাস।
এই বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কামারডাঙ্গা সাধারণ দুর্গোৎসব সমিতির ইতিহাসে। এই বছর তারা শতবর্ষে পদার্পন করল। ফলে এবছরের পুজোয় বিশেষ চমক থাকবে তা বলাই বাহুল্য। এই বছর দ্বিতীয়াতে পুজোর উদ্বোধন হতে চলেছে। এই বছর তাদের থিমের নাম 'জয় বাংলা'।
বাঙালির উৎসব মানে পেটপূজা হওয়া চাইই চাই। আর কামারডাঙ্গা সাধারণ দুর্গোৎসব সমিতির পুজোয় এবছর নবমীতে ভোগ প্রদান করা হবে সকল দর্শনার্থী এবং পাড়ার সকলের জন্য।
কিভাবে যাবেন কামারডাঙ্গা সাধারণ দুর্গোৎসব সমিতির পুজোয়? দমদম কিংবা কবি সুভাষগামী কোনো মেট্রো ধরে নামবেন চাঁদনী চক মেট্রো স্টেশনে। সেখান থেকে আনন্দ পালিত যাওয়ার কোনো বাস ধরে নামবেন আনন্দ পালিত স্টপেজে। সেখান থেকে কিছুটা হাঁটলে পৌঁছে যাবেন তাদের পূজামণ্ডপে।