এক বাঙালির অভাবনীয় আবিষ্কারের গল্প বড়পর্দায়

তিনি সমগ্র বাঙালি জাতি তথা বিশ্বের সম্পদ। ১৯৭৮ সালে যখন প্রযুক্তি এতটা উন্নত ছিলনা তাঁর হাত ধরেই জন্ম নিয়েছিল বিশ্বের সর্বপ্রথম 'টেস্টটিউব বেবি' - দুর্গা ওরফে কানুপ্রিয়া আগরওয়াল। কানুপ্রিয়ার বয়স এখন ৪০-এর কোঠায়, 'সৃষ্টিকর্তা'ই তাঁর নাম রেখেছিলেন দুর্গা।। দুর্গার জন্মের ৬৭ দিন পরে ইংল্যান্ডে জন্ম নেয় আরেক টেস্টটিউব বেবি, যাকে পৃথিবীর প্রথম টেস্টটিউব বেবি হিসেবে গণ্য করা হয়। আর আন্তর্জাতিক স্বীকৃতি থেকে বঞ্চিত হন তিনি। পরে বিশ্বের না হলেও দেশের প্রথম টেস্ট টিউব বেবির জনকের সম্মান দেওয়া হয়েছিল তাঁকে। তিনি ডাঃ সুভাষ মুখোপাধ্যায়, আপামর বাঙালির গর্ব।

জীবিত অবস্থায় নিজের সহকর্মীদের দ্বারাই প্রবঞ্চিত হয়েছিলেন সুভাষ মুখোপাধ্যায়, যার জেরে আত্মহননের পথ বেছে নিতে হয়েছিল অসীম প্রতিভার অধিকারী এই মানুষটিকে। সেই ঘটনাকে কেন্দ্র করে ১৯৯০ সালে তপন সিংহর পরিচালনায় হিন্দিতে মুক্তি পেয়েছিল 'এক ডক্টর কি মৌত', সেই ছবির গল্প বেড়ে উঠেছিল সাহিত্যিক রমাপদ চৌধুরীর উপন্যাস 'অভিমন্যু' অবলম্বনে। সেই উপন্যাসের প্রেক্ষাপট ছিল সুভাষ মুখোপাধ্যায়ের অবিস্মরণীয় 'লেপ্রসি' বা কুষ্ঠ রোগের টীকা আবিষ্কার এবং তাঁর মর্মান্তিক পরিণতি। সুভাষ মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছিলেন পঙ্কজ কাপুর। সেই ছবি জিতে নিয়েছিল জাতীয় পুরস্কারের সম্মাননাও।

এবার ডাঃ সুভাষ মুখোপাধ্যায়ের 'টেস্টটিউব বেবি' এবং তাঁর জীবনীকে   বড় পর্দায় তুলে ধরতে চলেছেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। ছবিটির প্রযোজনার দায়িত্ব নিয়েছেন স্বয়ং সঞ্জয় লীলা বনশালী। হিন্দি ভাষাতেই তৈরী হবে ছবিটি। কার্যত এই ছবির হাত ধরেই বলিউড-ছবি পরিচালনায় ডেবিউ করছেন কমলেশ্বর। ডাঃ সুভাষ মুখোপাধ্যায়ের চরিত্রে কে অভিনয় করবেন তা অবশ্য এখনও ঠিক হয়নি। খুব শিগগিরই শুরু হতে চলেছে ছবির শুটিং। জানা যাচ্ছে ছবিটির অনেকাংশ জুড়ে থাকবে কলকাতা। সব মিলিয়ে উত্তেজনার পারদ চড়েছে তুঙ্গে!

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...