কালিকাপ্রসাদ ভট্টাচার্য, এ নাম কি কখনো ভোলা যায়? ভোলা যায় তাঁর অমর সৃষ্টি? আর সত্যিই তো যে শিল্পীর কথা বলছি তিনিও কোথাও না কোথাও আমাদের মনে অমর। আর তাই তাঁর সৃষ্টিও আমাদের কাছে এক আলাদা গুরুত্ব রাখে| এবার তার ভক্ত কুলের কাছে তো অবশ্যই আমাদের সকলের কাছে এ এক আবেগঘন মুহূর্ত, আবার ফিরছে কালিকাপ্রসাদ তার গানের হাত ধরেই, না বাস্তবে হয়ত তা সম্ভব নয় কিন্তু তাঁর অবিস্মরনীয় গানের হাত ধরে আবার ফিরতেই পারেন কালিকাপ্রসাদ| হ্যাঁ উইন্ডজ প্রডাকশন নিবেদিত পাভেল পরিচালিত ছবি রসগোল্লা’ ছবিই তার শেষ কাজ| এই ছবির গানের কাজ চলার মধ্যেই একদিন শো করতে যাওয়ার পথে নেমে আসে সঙ্গীত জগতের সেই কালো সময়, চলে যেতে হয় শিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্য্যকে| ‘পাভেল পরিচালিত ‘রসগোল্লা’ ছবি এমনিতেই আমাদের কাছে আলাদা গুরুত্ব রাখে কারণ এই ছবি এমন একটি বিষয়কে কেন্দ্র করে যে তার আবিস্কার আমাদের গর্বের বিষয় তার সাথে। উপরি পাওনা শিল্পী কালিকাপ্রসাদের গান | বৃহস্পতিবার মুক্তি পেল ‘রসগোল্লা’ ছবির নতুন গান | এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়, ছবির পরিচালক ও শিল্পী কালিকাপ্রসাদের স্ত্রী ঋতচেতা সহ ছবির কলাকুশলীরা | এ ছবির কাজ চলেছে বিগত আড়াই বছর ধরে, এছাড়া এই ছবির গানের যে মূল বিশেষত্ব তা হলো হলো এই ছবির প্রেক্ষাপট ১৮৬০ সাল আর তাই ছবির গান বানানো হয়েছে সেই আঙ্গিকেই এমনকি ১৮৬০ সালের পর তৈরী হওয়া কোনো বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়নি এই ছবির গানে তবুও সে গান মন ছুঁয়ে যায় ২০১৮ তেও | পরিচালকের চিন্তাভাবনা আর কালিকাপ্রসাদের কাজ এ ছবির গানে এক অনন্য মাত্র যোগ করেছে আর তাই মর্ত্যলোকে না থেকেও তিনি আমাদের মধ্যে অমর| বৃহস্পতিবার মুক্তি পেল এই ছবির নতুন গান সেই চিত্রই ধরা পড়ল জিয়ো বাংলার ক্যামেরায়|