জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯ উপলক্ষে জিয়ো বাংলার স্টুডিওতে উপস্থিত ছিল কালীঘাট শ্রীসংঘ ক্লাবের সদস্যবৃন্দ। সঞ্চালক মনীষার সাথে পুজোর আড্ডা @ জিয়ো বাংলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি শ্রী সৌমিত্র ঘটক, ক্লাবের সাধারণ সদস্য শ্রীমতি গ্লোরিত ঘটক এবং সহ-সাংস্কৃতিক সম্পাদক শ্রী উত্তম বসু।
আড্ডার ছলে তারা জানালেন, তাদের এই ক্লাব ৫২ বছরের অতি দীর্ঘ পথ অতিক্রম করে এলেও তাদের ক্লাবের দুর্গাপূজা পা দিলো ২৫ তম বছরে। রজতজয়ন্তী বর্ষে এই ক্লাবের অন্যবারের থেকে আলাদা কিছু করার প্রচেষ্টা রয়েছে। এই বছরের থিম তারা রেখেছেন 'ভক্তির উপরে শক্তি'। মণ্ডপে থাকছে ভক্তির অর্থাৎ পুজোর নানা উপকরণ। তার সাথে সাথে শক্তির আরেকরূপ হিসেবেও মহামায়াকে দেখানো হয়েছে।
এই বছর এই ক্লাবের উদ্বোধন হতে চলেছে পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের হাত ধরে। মহালয়ার দু এক দিনের মধ্যেই উদ্বোধন হতে দেখা যাবে এই ক্লাবের পুজোর।এই ক্লাবের মহিলাদের কাঁধে ঠিক কতটা গুরুদায়িত্ব দেওয়া থাকে তাও জানালেন ক্লাবের সদস্যবৃন্দ। পুজোর যোগান থেকে শুরু করে বিসর্জ্জনের দিন পর্যন্ত পুজোর কাজের যাবতীয় দায়িত্ব থাকে মহিলা বাহিনীর কাঁধেই। অষ্টমীর দিন স্বাভাবিক নিয়মেই মায়ের পায়ে নিবেদন করা হয় সাবেকি খিচুড়ি ভোগ।ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, থিমের পুজো হলেও প্রতিমায় থাকছে সাবেকিয়ানার ছোঁয়া।
এই মণ্ডপটিতে যেতে গেলে নোয়াপাড়া কিংবা কবিসুভাষগামী মেট্রো করে এসে নামতে হবে কালীঘাট মেট্রো স্টেশনে। কলকাতার প্রসিদ্ধ কালীঘাটের মন্দিরের দিকে হাঁটতে থাকলেই চোখে পড়বে কালীঘাট শ্রীসংঘের মণ্ডপটি।