"সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই" - চিন্ময় কবির এই বিখ্যাত কবিতা বহু বছর ধরে প্রবাদে পরিণত হয়ে চলেছে। আজ পৃথিবীতে যে অশান্তির আবরণ, তা কিন্তু রক্ষা করতে পারে কেবল মানুষই। আর তাই এক মানুষকে থাকতে হবে আরেক মানুষের সাথে। আর সেই ভাবনা নিয়ে আসতে চলেছে কালীঘাট সংঘশ্রী ক্লাব।
'জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯'-এর পুজোর আড্ডায় জিয়ো বাংলার স্টুডিওতে উপস্থিত ছিল কালীঘাট সংঘশ্রী। সঞ্চালক ইকেবানার সাথে নিজেদের পুজো নিয়ে কথা বললেন ক্লাবের সম্পাদক দেবাশীষ ব্যানার্জি, মহিলা সদস্যা দিয়া রায় চৌধুরী এবং এবছরের থিম শিল্পী স্বার্থকি শূর।
কলকাতায় আজ থিমের পুজো অসংখ্য। কিন্তু এই থিমের পুজোর ভাবনা কিভাবে এসেছে সেটি যদি প্রশ্ন করা হয় তাহলে অন্যতম নাম হিসেবে উঠে আসবে কালীঘাট সঙ্ঘশ্রী ক্লাবের নাম। মূলত প্রতিমাকে নিয়ে নানা ভাবনার সমাবেশ ঘটাতো তারা। আর এবারও থিম পুজোয় বেশ বড় চমক আনতে চলেছে তারা। এই বছর তাদের থিমের ট্যাগলাইন 'সবার উপরে মানুষ সত্য'।
এই বছর কালীঘাট সঙ্ঘশ্রীর দূর্গাপুজো ৭৪তম বর্ষে পড়ছে। আর যদি ভোগের কথায় আসি, তাহলে সপ্তমী ও অষ্টমীর দিন ভোগের আয়োজন করা হবে ক্লাবের তরফ থেকে।
দমদম কিংবা কবি সুভাষগামী কোনো মেট্রোয় উঠে নামতে হবে কালীঘাট মেট্রো স্টেশনে। সেখান থেকে কিছুটা হাঁটলে পৌঁছে যাবেন কালীঘাট সঙ্ঘশ্রী ক্লাবের পূজা