কালিঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাব | জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯

আদি কলকাতা বলতে আমরা বুঝি উত্তর কলকাতাকেই। কিন্তু কালিঘাটের ঐতিহাসিক গুরুত্ব কিন্তু আমরা খুব কমই জানি। আদি কলকাতার অন্যতম অঙ্গ হিসেবে দাঁড়ায় এই কালিঘাট এলাকা। আর এই কালিঘাট এলাকায় কত বড় বড় দুর্গাপুজো হয় তা আশা করি বলে দিতে হবে না। আর তারই মধ্যে অন্যতম বড় একটি পুজো কালিঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাব

জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯’-এর পুজোর আড্ডাজিয়ো বাংলাস্টুডিওতে উপস্থিত ছিল কালিঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাব। সঞ্চালক সিঞ্চিতার সাথে নিজেদের পুজো নিয়ে কথা বললেন ক্লাবের সম্পাদক অভিজিৎ ঘোষ এবং আহ্বায়ক সুশীল বর্ধন

কালিঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাবের পুজো এই বছর ৮০তম বর্ষে পড়লেও এর ইতিহাস আরও বেশি। প্রায় ১৫০ বছর আগে এই এলাকায় একটি ছোট্ট বাড়িতে দুর্গাপুজো হত, আর সেটির উপর ভিত্তি করেই ৮০ বছর আগে পুজোটিকে সার্বজনীন করা হয়। ২০০৬ সাল থেকে থিম পুজো শুরু করে তারা। এই বছর তাদের থিম ‘পুজোটাই মাটি’। এই বছর মায়ের মূর্তি তৈরি করছেন প্রতিমা শিল্পী অরুণ পাল

আর যদি খাওয়াদাওয়ার কথায় আসি তাহলে কালিঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট রোডে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত ভোগ প্রদান করা হয় পাড়ার সকলকে। এছাড়া সাধারণ দর্শনার্থীরাও পান ভোগ খাওয়ার সুযোগ।

তাহলে আসতেই হচ্ছে কালিঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাবে। দমদম কিংবা কবি সুভাষগামী কোনও মেট্রোয় উঠে নামবেন কালিঘাট মেট্রো স্টেশনে। সেখান থেকে চেতলা যাওয়ার রাস্তা ধরে কিছুটা হাটলেই পৌছে যাবেন গন্তব্যস্থলে। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...