মানুষের জীবন হাসি, কান্না, রাগ, অভিমানের মত নানা আবেগে সমৃদ্ধ। আর এই সকল আবেগ যার তা হল মানুষের মনভূমি। যা কখনও সবুজ, কখনও রুক্ষ আবার কখনও রূড় হয়ে ওঠে। সবটাই নির্ভর করে তার পারিপার্শ্বিক পরিবেশ ও পরিস্থিতির ওপর। আর তা কিভাবে হয় সেটাই তাদের থিমের মাধ্যমে দেখাতে চেয়েছে কালিঘাট মিলন সংঘ।
জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯ অনুষ্ঠান উপলক্ষে জিয়ো বাংলার স্টুডিও-তে এসে এমনটাই জানালেন প্রখ্যাত থিম শিল্পী গৌরাঙ্গ কুইলা। আর তার সাথে উপস্থিত ছিলেন পূজা কমিটির সাধারণ সদস্য উজ্জ্বল কুমার ঘোষ। সঞ্চালক রীয়ার সাথে তাদের পুজোর বিষয় জানলাম আমরাও এবছর ৭৬তম বর্ষে পদার্পন করল কালিঘাট মিলন সংঘের দুর্গা পুজো।
থিমের সঙ্গে সামঞ্জস্য রাখতে ও মানুষের প্রত্যেকটি আবেগ কে যথাযথ ভাবে ফুটিয়ে তুলতে, ব্যবহার করা হয়েছে বিভিন্ন রঙের আলো। মহালয়ার দিন পশ্চিম বঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে উদ্বোধনের মাধ্যমে শুরু হবে তাদের ২০১৯ শারদোৎসবের পথচলা। সপ্তমি, অষ্টমী ও নবমী, পুজোর তিনটি দিনই সকল পল্লীবাসীদের জন্য থাকবে ভোগের আয়োজন। দ্বাদশীতে রেড রোডে আয়োজিত কার্নিভালে অংশগ্রহন করার পর বিদায় জানানো হবে মা-কে।
দমদম বা কবি সুভাষ গামী যে কোনও মেট্রো-এ উঠে নামতে হবে কালিঘাট মেট্রো, সেখান থেকে কালিঘাট মন্দিরের নিকটে অবস্থিত কালিঘাট মিলন সংঘের দুর্গা পুজো।