জেনে নিন কালীপুজোর তিথি ও দিনক্ষণ

দুর্গাপুজোর পর কার্তিকী অমাবস্যায় দীপান্বিতা কালীর উৎসবে মেতে ওঠে মানুষ। দীপদান করা এদিন কর্তব্য।  দীপাবলি বা দেওয়ালী সর্বভারতীয় উৎসব। তবে বাংলায় দিনটি কালীপুজো। বঙ্গদেশ কালীক্ষেত্র।  বাঙালির মাতৃদেবীর মধ্যে কালীই সর্বপ্রধান।

কার্তিক অমাবস্যার রাতে শ্যামা মায়ের পুজো হয়। অলক্ষ্মী বিদায় ও দীপদান উৎসব হয়।

উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম দেশের প্রায় সব প্রান্ত মেতে ওঠে উৎসবে। পাঁচদিন ধরে চলে উৎসব। আশ্বিন বা কার্তিক মাসে দীপাবলি পালন করা হয়। বৈদিক পঞ্জিকা অনুসারে কার্তিক মাসের অমাবস্যা তিথিতে পালিত হয় দীপাবলি।    

এ বছর কালীপুজো পড়েছে ১২ নভেম্বর, রবিবার। ১২ নভেম্বর ঘ ২/৪/৫১ থেকে ১৩ নভেম্বর ঘ ২/২৮/৩০ মিনিট পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে। 

অমাবস্যা তিথি শুরু হবেঃ ২০২৩-এর ১২ নভেম্বর, দুপুর ২:৪৪ মিনিটে। অমাবস্যা তিথি শেষ হবেঃ ২০২৩-এর ১৩ নভেম্বর, দুপুর ২:৫৬ মিনিটে। দিবা ঘ ৬।৫০ গতে ৮।৫৭ মধ্যে ও ১১।৪৮ গতে ২।৩৯ মধ্যে এবং রাত্রি ঘ ৭।২৭ গতে ৯।১৪ মধ্যে ও ১১।৫৩ গতে ১।৪০ মধ্যে ও ২।৩৩ গতে ৫।৫৩ মধ্যে অমৃতযোগ।

দীপাবলি-২০২৩ তারিখ ও সময়

এই বছর ধনতেরস ও ভূত চতুর্দশী পড়েছে ১০ নভেম্বর ২০২৩ শুক্রবার।

২০২৩-এ কালীপুজো পড়েছে ১১ লভেম্বর শনিবার।

দীপাবলি পড়েছে -১২ নভেম্বর রবিবার

গোবর্ধন পুজো- ১৩ নভেম্বর সোমবার

রামায়ণ অনুযায়ী বিজয়া দশমীতে রাবণ বধ করে এই দীপাবলির রাতেই অযোধ্যা ফিরেছিলেন রাম, সীতা ও লক্ষণ। তাঁদের স্বাগত জানাতেই প্রদীপের আলোয় সেজে উঠেছিল গোটা অযোধ্যা নগরী। সেই থেকেই চলছে প্রদীপ জ্বালানোর প্রথা।

দীপাবলিতে প্রদীপ জ্বালিয়ে দেবী লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশের আরাধনা করা হয়।

ধন তেরস বা ধন ত্রয়োদশীর দিন ধাতু, গহনা, ইত্যাদী কিনলে সম্পদের দেবীর আশীর্বাদ লাভ করা যায়। এই দিন ধাতু কেনার প্রচলন রয়েছে।

ভূত চতুর্দশীর দিন নরকের দরজা খুলে যায় ও অতৃপ্ত আত্মারা পৃথিবীর বুকে নেমে আসে বলে মনে করা হয়। ঘরে ঘরে এদিন ১৪ শাক খাওয়া ও ১৪ প্রদীপ জ্বালান হয় কালী পুজো। আদ্যাশক্তি মহাকালীর আরাধনা করা কার্তিক অমাবস্যার রাতে।

ভাইফোঁটা পড়েছে ১৫ নভেম্বর, বুধবার।

  • ট্যাগ

এটা শেয়ার করতে পারো

...

Loading...