আচ্ছা, বাড়ির বউমা যদি রোবটের মতো কাজ করে কেমন জমবে ব্যাপারটা? আর কিছু হোক না হোক শাশুড়ি মাতার নয়নের মণি যে সেই বউমা হয়ে উঠবেন খুব তাড়াতাড়িই তা আর বলার অপেক্ষা রাখে না। আহেম, আহেম, আসল কথাটা বলেই ফেলি তা হলে। স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক ‘কলের বউ’। প্রোমো শুরু হয়ে গিয়েছে চ্যানেল এবং সোশ্যাল মিডিয়ায়। এই ধারাবাহিকের প্রোটাগনিস্ট একজন বউমা। না, একটু ভুল হল। একজন নয় দুজন। একজন আরেকজনের মতো দেখতে। একজন মানুষ অন্যজন রোবট। আর এই চরিত্রে যিনি ধরা দিতে চলেছেন তিনি তৃণা সাহা। তৃণার বিপরীতে থাকছেন রোহণ ভট্টাচার্য। এতদিন দর্শক যাকে ভজগোবিন্দ হিসেবে ভালবেসেছেন। ডাবল রোলে তৃণার এটাই প্রথম কাজ। রোহণ ভজ আর গোবিন্দ দুই চরিত্রেই অভিনয় করেছে ‘ভজগোবিন্দ’ ধারাবাহিকে।
আসল বউ যখন বিকল তখন খেল দেখাবে রোবট বউ থুড়ি কলের বউ। চাইনিজ, তন্দুরি, বাঙালি খানা সবই নিমেষের মধ্যে তৈরি করে আনতে পারে রোবট বউ। অবাক হয় সকলে। খুশিও হয় কবজি ডুবিয়ে আহারের পর। তা হলে কাকে বেশি ভালবাসবেন পতিদেব? আসল বউ নাকি নকল বউকে? জানা যাবে ধারাবাহিকে।
বলা বাহুল্য, এমন কোনও বিষয় নেই যা নিয়ে বাংলা ধারাবাহিকে কাজ হয় না। বাদ পড়ল না রোবটও। তাও আবার বউমা হিসেবে। বাংলা সিরিয়ালের বউমারা তো একাই একশো। তা সে কণক হোক বা জয়ী কিংবা কেকা কিংবা মিনু বা তরী। এরা পারে না এমন তো কোনও কাজ নেই। এরা ঘর সামলায়, ভিলেনদের পেটায় আবার ফুটবলও খেলে। তবে কেন একজন বউমার সব কাজ করে দেওয়ার জন্য একজন রোবটের প্রয়োজন পড়ল? তা কি নিছকই বিনোদনের জন্য নাকি কোনও গুরুত্বপূর্ণ মেসেজ আছে তার ভিতরে? জানা যাবে ধারাবাহিকের প্রতি পর্বে। প্রোমো সূত্রে যতদূর বোঝা যায় তাতে বেশ ভাল রকমেরই কমেডি থাকবে ধারাবাহিকে। থাকবে ত্রিকোণ ভালবাসার সম্পর্কের ঝাঁঝও। তৃণা এবং রোহণ ছাড়াও অভিনয় করছেন দীপঙ্কর দে, রত্না ঘোষাল, সোমা চক্রবর্তী সহ আরও অনেকে।
কবে থেকে ধারাবাহিকটির সম্প্রচার শুরু হবে তা এখনও জানানো হয়নি চ্যানেলের তরফে। তবে, অন্য স্বাদের একটি ধারাবাহিক আসছে তা বলাই যায়।