চৈত্রের দাবদাহ প্রমান করতে শুরু করেছে গ্রীষ্মকাল হাজির। ইতিমধ্যেই কলকাতার তাপমাত্রা হয়েছে ৩৫ ডিগ্রি ছুঁইছুঁই| প্রচন্ড গরমে রাস্তাঘাট বেলার দিকে বেশ ফাঁকাই থাকছে। রাস্তায় বেরোলেই সাথে নিতে হচ্ছে ছাতা থেকে শুরু করে সানগ্লাস, টুপি প্রভৃতি। তীব্র গরমের থেকে বাঁচতে শহরবাসী চাইছে একটু শান্তির বারি। সেই শান্তিই এবার পেতে চলেছে শহরবাসী।
সোমবার আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, সোমবার রাতের মধ্যেই কলকাতায় ধেয়ে আসছে এক ঘূর্ণিঝড়। কলকাতাসহ মোট ৭টি জেলায় আজই কালবৈশাখীর হামলা হতে পারে। ঘন্টায় ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সাথে বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টিও হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। জানা গেছে, সন্ধ্যে ৭টা থেকে রাত ১০টার মধ্যেই কলকাতার বুকে আছড়ে পড়তে চলেছে কালবৈশাখী। কলকাতা ছাড়াও যেসব জেলাতে ঝড়বৃষ্টির আশংকা রয়েছে সেগুলি হলো, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর।
জানা গেছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর তৈরী হয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। আর এই অক্ষরেখার জেরেই আগামী ৪৮ ঘন্টা কলকাতাসহ ৭টি জেলায় ঝড়বৃষ্টি হবে। আবহাওয়া সূত্রের খবর, ২৪ ঘন্টা পরে কলকাতায় কমবে এর প্রভাব। তবে উত্তরবঙ্গে এই বৃষ্টি আরও কয়েকদিন চলবে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪.১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সকালের দিকে চড়া রোদ থাকলেও বিকেলের পর থেকে থাকবে মেঘলা আকাশ।