বঙ্গবাসীদের জন্য সুখবর। রবিবার নয়, সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। প্রচণ্ড গরম থেকে স্বস্তি পেতে আরও একদিন বাড়ল।
হাওয়া অফিস জানিয়েছে যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী ৪৮ ঘণ্টায় কালবৈশাখী ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে, উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা কম থাকবে কয়েকদিন। ফলে, এক সপ্তাহের জন্য তাপপ্রবাহের কোনও সম্ভবনা নেই এবং আগামী কয়েক দিন তাপমাত্রা স্বাভাবিক কিংবা স্বাভাবিকের নিচেই থাকবে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে এবং বাড়তে শুরু করবে তাপমাত্রা। আপাতত মৎস্যজীবীদের জন্য কোনওরকম সতর্কবার্তা নেই। তবে, আগামী শনিবার ও রবিবার বৃষ্টির প্রবল সম্ভবনা রয়েছে দক্ষিণবঙ্গে।
শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব মেদিনীপুর ,উত্তর দক্ষিণ ২৪ পরগনা মতন এই ৬ জেলাতে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে।
অন্যদিকে, উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। সোমবার উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টি হবে। দার্জিলিং এবং জলপাইগুড়িতে ৪০ থেকে ৫০ কিলোমিটারে ঝোড়ো হাওয়া বইবে। এছাড়া বাকি অন্যান্য জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।