ব্যক্তিত্ত্বের লড়াই 'জ্যেষ্ঠপুত্র'

কুছ তো ম্যাজিক হ্যায়”- আবারও এক ম্যাজিকাল জার্নির সাক্ষী থাকতে চলেছে সিনেপ্রেমীরা। আসতে চলেছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত 'জ্যেষ্ঠপুত্র'। সম্প্রতি হয়ে গেল সেই ছবিরই ট্রেলার লঞ্চ। এই ছবি তৈরির পরে একটা কথাই উঠে আসে, 'ঋতু' যুগ যেন শেষ হয়েও হইল না শেষ। কারণ এই ছবির মূল ভাবনা ঋতুপর্ণ ঘোষের। ভাবনাটা ছিল বহু দিন ধরেই, নাম ঠিক করেছিলেন 'অন্য নায়ক' কিন্তু তখন পরিবেশ অনুকুল ছিল না তাঁর, সময়ের অপেক্ষায় ছিলেন ঋতুপর্ণ ঘোষ, কিন্তু সব অপেক্ষার অবসান ঘটিয়ে ভাবনায় দাঁড়ি টেনে ২০১১ সালে চলে গিয়েছিলেন পরিচালক ঋতুপর্ণ ঘোষ। টলি-ইন্ডাস্টির আকাশ কালো করে অবসান ঘটেছিল একটা যুগের। তবে কি তাঁর ভাবনা বিফলে যাবে? না,  গুরুদক্ষিণা দিতে এগিয়ে এলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। নিজের ভাবনার সংযোজন ঘটিয়ে তৈরি করলেন 'জ্যেষ্ঠপুত্র'। ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়াও দেখা যাবে সুদিপ্তা চক্রবর্তী, গার্গী রায়চৌধুরী, এবং ঋত্ত্বিক চক্রবর্তীকে। 

একজন বিখ্যাত ব্যাক্তিত্ত্ব, তিনিই আবার বাড়ির বড় ছেলে, একই মানুষের দুই স্বত্তার টানাপোড়েনের গল্প নিয়েই তৈরি হয়েছে এই ছবি। ট্রেলার লঞ্চের দিন উপস্থিত ছিলেন পরিচালক সহ ছবির কলাকুশলিরা। 

    

এটা শেয়ার করতে পারো

...

Loading...