জুলিয়েট গোলাপ

গিফট দেওয়া থেকে শুরু করে ঘর সাজানো ফুলের প্রয়োজন পড়ে সব জায়গাতেই| তার জন্য যেসব ফুলের প্রয়োজন হয় তার মধ্যে সেরা হলো গোলাপ| আমরা সকলেই জানি গোলাপ শীতপ্রধান দেশের ফুল| শহরের বুকেও এই ফুলের চাষ করার জন্য প্রয়োজন হয় শীতকালের| শীতের আবহাওয়ায় সবচেয়ে ভালো চাষ হয় এই গোলাপের|

শীতপ্রধান এই ফুলটির মধ্যেও রয়েছে নানা প্রজাতি| তারই একটি প্রজাতি বিশ্বের সবচেয়ে দামী ফুলের তালিকায় নিজের নাম তুলে ফেলেছে| তার নাম জুলিয়েট রোজ বা ইংলিশ রোজ| চলুন আজ এই ফুলটি সম্পর্কে কিছু জানা যাক|

এই ফুলটি সর্বপ্রথম ফোটাতে সমর্থ হয়েছিলেন ডেভিড চার্লস অস্টিন| তিনি ছিলেন বৃটেনের একজন গোলাপফুল চাষী| প্রথম থেকেই তাঁর ইচ্ছে ছিল এমন একধরনের গোলাপ তিনি চাষ করবেন যার থেকে পাওয়া যাবে পুরনো গার্ডেন রোজের সুবাস| দীর্ঘ ১৫ বছর সাধনার পর অবশেষে তিনি তাঁর স্বপ্নের জুলিয়েট রোজ ফোটাতে সমর্থ হন| হালকা পিচ রঙের মোড়কে থাকা ডিপ পিচ রঙের অভ্যন্তর ধাঁধা লাগিয়েছিল বিশ্বের চোখে| জানা যায়, এই বিশেষ ধরনের গোলাপটির মধ্যে রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা| অন্যান্য গোলাপ গাছ যেসব পোকামাকড়ের দ্বারা আক্রান্ত হয় সেইসব পোকামাকড় থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম এই গাছটি| ছোট ঝাঁকড়া আকৃতির গাছটির একদম নিচ থেকেই থাকে পাতার বাহার| সবুজ পাতার আড়ালে ফুটতে থাকে নানা সাইজের গোলাপ| এই গাছটি লম্বায় সবচেয়ে বেশি ৩.৫ ফুট পর্যন্ত হতে পারে| সম্পূর্ণ সূর্যের উপস্থিতিতে এই ফুলের প্রস্ফুটন সম্পন্ন হয়| ভালো নিষ্কাশন ব্যবস্থা এবং সারযুক্ত মাটি পেলে খুব ভালো ভাবে বৃদ্ধি পেতে থাকে কাপ আকৃতির গোলাপের এই গাছ|

২০০৬ সালের চেলসি পুষ্প প্রদর্শনীতে প্রথম বিশ্বের নজরে আসে এই ফুলটি| তারপর থেকেই গোলাপ গোষ্ঠীর মধ্যে জনপ্রিয়তার শিখরে উঠে যায় এই ফুলটি| বিয়ে থেকে শুরু করে উপহারস্বরূপ বিতরণ বা অন্য কোনো কাজ| আজও ব্রিটেনের প্রতি কোনায় বিয়ের জন্য ব্যবহৃত হয় এই ফুল| তবে ভারতের বুকে সম্ভবত এই ফুল ফোটানো এখনও সম্ভব হয়নি| এই ফুলটি সবচেয়ে দামী ফুলের মধ্যে অন্যতম| এই ফুলটির এক একটির দাম প্রায় ১ কোটি ৫৮ লক্ষ ডলার| ভারতীয় মুদ্রায় এর দাম প্রায় ১০৭ কোটি টাকা|   

 

    

এটা শেয়ার করতে পারো

...

Loading...