আজকের এই একবিংশ শতকে প্রায়ই একটি কথা শোনা যায়, নারী পুরুষের হোক সমানাধিকার। আর সেই দাবিতে কোনো ভুল নেই তা যেকোনো সুস্থ মস্তিষ্কের মানুষই বলবেন। কিন্তু আজও দেখা যায় নারীদের প্রতি চরম অবহেলা এবং কন্যাসন্তানদের প্রতি চরম ঘৃণা। বিশেষত গ্রামাঞ্চলে আজ কন্যাভ্রূণ নষ্টের ঘটনা আমরা প্রায়ই শুনে থাকি। আর এই ঘটনাকে দূর করতে থিমের মাধ্যমে সাধারণ মানুষকে জানান দিতে চলেছে জজ বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটি।
'জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯'-এর পুজোর আড্ডায় জিয়ো বাংলার স্টুডিওতে হাজির হয়েছিল জজ বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটি। সঞ্চালক ইকেবানার সাথে নিজেদের পুজো নিয়ে কথা বললেন কমিটির সম্পাদক কৃষ্ণা শীল, সদস্য ভিক্টর গুপ্তা এবং এবারের পুজোর থিম শিল্পী পিকু শী।
এই বছর জজ বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপুজো ২৮তম বর্ষে পদার্পন করতে চলেছে। আগেই বলেছিলাম, সমাজকে অন্যরকম একটি বার্তা দিতে বিশেষ থিমের আয়োজন করতে চলেছে তারা। এই বছর তাদের থিমের নাম 'গর্ভধারিনী'।
এই বছর জজ বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোর শুভ উদ্বোধন হতে চলেছে চতুর্থীতে। এছাড়া অষ্টমীতে ভোগেরও ব্যবস্থা করে থাকে তারা।
তাহলে আসতেই হচ্ছে জজ বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোয়। দমদম কিংবা কবি সুভাষগামী কোনো মেট্রোয় উঠে নামতে হবে নেতাজি (কুঁদঘাট) মেট্রো স্টেশনে। সেখান থেকে কিছুটা হাঁটলেই পৌঁছে যাবেন তাদের পূজামন্ডপে।