দীর্ঘ ১ মাসের কঠিন লড়াইয়ের পর অবশেষে বিশ্ব চ্যাম্পিয়ন হল ফ্রান্স। প্রথমবার ফাইনালে ওঠা ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে খেতাব জিতল তারা। ২০ বছরের বিশ্বকাপ ইতিহাসে ৩ বারের মধ্যে ২ বার চ্যাম্পিয়ন হল ফ্রান্স। মান্ডজুকিকের আত্মঘাতী গোল ছাড়াও ফ্রান্সের হয়ে গোল পেয়েছেন পোগবা, গ্রিজম্যান ও এমবাপে। ক্রোয়েশিয়ার হয়ে গোল পেয়েছেন পেরিসিক ও মান্ডজুকিক। গোটা ম্যাচ জুড়ে ফ্রান্সের আক্রমণকে সামালাতে যথেষ্ঠ চাপে রাখে ক্রোয়েশিয়াকে। প্রথমার্ধ থেকে শুরু করে একেবারে ম্যাচের শেষ মুহূর্ত অবধি নিজেদের দিকে ম্যাচের রাশ বজায় রাখে ফ্রান্স। ক্রোয়েশিয়ার রাকিটিচ ও লুকা মডরিচ অনেক চেষ্টা করলেও শেষ রক্ষা হয় নি। সমতা ফেরানোর অনেক চেষ্টা করলেও বার বার প্রতিহত হতে হয়েছে ফ্রেঞ্চ ডিফেন্সে। অবশেষে ৪-২ ব্যবধানেই শেষ করতে হয় ক্রোয়েশিয়াকে। সোনার বল পেয়েছেন লুকা মডরিচ, ৬টি গোল করে সোনার বুট পেয়েছেন ইংল্যান্ডের হ্যারি কেন ও সোনার গ্লাভস পেয়েছেন বেলজিয়ান গোলরক্ষক থিবাও কোর্তোয়া।