আমাদের কলকাতার দুর্গাপুজোর মূল আকর্ষণ থিম ও সাবেকির লড়াই, প্যান্ডেলে প্যান্ডেলে লড়াই। আর এই লড়াইয়ের মাঝেও যে চলে সৃষ্টিশীলতার কাজ, থিমের মাধ্যমেই হোক কিংবা সাবেকি মন্ডপের মাধ্যমেই হোক। আর সেই কাজটি দীর্ঘদিন ধরে করে চলেছে কালিঘাট যুবমৈত্রী ক্লাব। বিভিন্ন অপ্রয়োজনীয় জিনিস নিয়ে তারা তাদের থিমের কাঠামো তৈরি করে থাকে, এবছরও তার অন্যথা হয় নি।
‘জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯’-এর পুজোর আড্ডায় জিয়ো বাংলার স্টুডিওতে উপস্থিত ছিল কালিঘাট যুবমৈত্রী ক্লাব। সঞ্চালক সিঞ্চিতার সাথে নিজেদের পুজো নিয়ে কথা বললেন ক্লাবের সদস্য দীপক রয় ব্যানার্জী ও দেবজ্যোতি বসু এবং ক্লাবের এবারের পুজোর থিম শিল্পী শঙ্কর দে।
এই বছর ক্লাবের পুজোর ৫৪তম বর্ষে থিম হতে চলেছে বেশ অভিনব। কালিঘাট যুবমৈত্রী ক্লাবের এবছরের থিম ‘স্বপ্ন পিঞ্জর’। এবছর তাদের প্রতিমা শিল্পী কালিঘাটের অরুণ কুমার পাল।
এছাড়া এই ক্লাবের বিশেষত্ব হচ্ছে অষ্টমীর দিন কুমারী পুজো। দূরদূরান্ত থেকে মানুষ আসেন এই পুজো দেখার জন্য। এবং অষ্টমী ও নবমীতে ভোগেরও ব্যবস্থা থাকে পাড়ার সকলের জন্য।
তাই আসতেই হচ্ছে কালিঘাট যুবমৈত্রী ক্লাব। দমদম কিংবা কবি সুভাষগামী কোনও মেট্রোয় উঠে নামবেন যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে। সেখান থেকে কিছুটা হাটলেই পৌছে যাবেন তাদের পুজোয়।